India & World UpdatesHappeningsBreaking News
জামিন পেলেন ধৃত কেন্দ্রীয় মন্ত্রী
ওয়েটুবরাক, ২৫ আগস্টঃ ধৃত কেন্দ্রীয় মন্ত্রী নারায়ণ রানে জামিন পেলেন। আট ঘণ্টা হাজতবাসের পরে তাঁকে জামিন দেয় মুম্বইয়ের এক আদালত। সঙ্গে জুড়ে দেয় বেশ কিছু শর্ত। আদালত জানিয়েছে, আগামী ৩১ অগস্ট ও ১৩ সেপ্টেম্বর জেরার জন্য থানায় হাজির হতে হবে নারায়ণকে। আগামী দিনে এই ধরনের কোনও মন্তব্য থেকে তাঁকে বিরত থাকার নির্দেশ দিয়েছে আদালত।
সোমবার মুম্বইয়ে বিজেপি-র ‘জন আশীর্বাদ যাত্রা’ চলাকালে উদ্ধবকে চড় মারার হুমকি দেন নারায়ণ। তিনি বলেন, ১৫ আগস্টের বক্তৃতায় স্বাধীনতার সাল ভুলে গিয়েছিলেন উদ্ধব। এই মন্তব্যের পরেই তাঁকে গ্রেফতার করে পুলিশ। মহারাষ্ট্র সরকার অবশ্য মুখ্যমন্ত্রীর সাল-বিভ্রাটের কথা অসত্য বলে জানিয়েছে।