Barak UpdatesHappeningsBreaking News
কর জমা দিতে শিলচর পুরসভার নতুন অ্যাপ চালুNew app launched by SMB for payment of tax
১৫ আগস্ট : ৭৫তম স্বাধীনতা দিবসে রবিবার শিলচর পুরসভায় একটি নতুন অ্যাপ চালু করা হল। এ দিন এই অ্যাপটি চালু করেন রাজ্যের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, জেলাশাসক কীর্তি জল্লি সহ অন্যরা উপস্থিত ছিলেন। পুরসভা এলাকার বাসিন্দারা এই অ্যাপটির মাধ্যমে বিভিন্ন ধরনের কর জমা দিতে পারবেন।
এতে বলা হয়েছে, নাগরিকরা সিমলেস পেমেন্টের সুবিধা ভোগ করতে পারবেন। এর মধ্যে রয়েছে হোর্ডিং ট্যাক্স, জলকর, দোকানের লাইসেন্স জমা দেওয়া ইত্যাদি। নাগরিকরা এই অ্যাপের মাধ্যমে বিভিন্ন অভিযোগ ও পরামর্শও জমা দিতে পারবেন। টেন্ডার সংক্রান্ত তথ্য ও অন্যান্য বিজ্ঞপ্তিও এতে পাওয়া যাবে। তাছাড়া কার্যালয়ের আধিকারিক ও কর্মীদের নানা তথ্যও এতে পাওয়া যাবে। অন্যান্য সুযোগ-সুবিধাও এই অ্যাপে পাওয়া যাবে। এ দিন এই নতুন অ্যাপটি চালু করে মন্ত্রী বলেন, এটি পুরসভা এলাকার নাগরিকদের জন্য সহায়ক হয়ে উঠবে।