Barak UpdatesHappeningsBreaking News
হাইলাকান্দিতে পড়ুয়াদের জন্য স্বশিক্ষণ সামগ্রী বণ্টন
ওয়েটুবরাক, ১৩ আগস্ট: হাইলাকান্দিতে পড়ুয়াদের জন্য স্বশিক্ষণ সামগ্রী বণ্টন শুরু করলো শিক্ষা বিভাগ৷ বর্তমান সময়ে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে, পাঠদান চলছে অনলাইনে। কিন্তু এতে করে বহু ছাত্রছাত্রী আক্ষরিক অর্থে শিক্ষা পরিষেবা থেকে ততটুকু লাভবান হচ্ছে না। তার কারণ সবার অ্যান্ড্রয়েড মোবাইল হেন্ড সেট নেই৷ থাকলেও অনেকে নেটওয়ার্কের অসুবিধার দরুন কাজে লাগাতে পারেন না। তাই বর্তমান শিক্ষাবর্ষে রাজ্য সরকার সমগ্র শিক্ষা অভিযানের মাধ্যমে ১৫ দিনের জন্য স্বশিক্ষণ সামগ্রী প্রদান করার মাধ্যমে প্রাথমিক মূল্যায়ন পর্ব পরিচালনা করার এক পদক্ষেপ গ্রহণ করেছে।
হাইলাকান্দি জেলায় সমগ্র শিক্ষা অভিযানের অন্তর্গত প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়ুয়াদের হাতে মুদ্রিত স্টাডি ম্যাটেরিয়েলস পৌছানো হবে বলে জানান জেলা উন্নয়ন কমিশনার রঞ্জিতকুমার লস্কর। শুক্রবার হাইলাকান্দি শিক্ষা ব্লক কার্যালয়ে প্রপত্রগুলো আনুষ্ঠানিক ভাবে বণ্টন প্রক্রিয়া শুরু হয় বলে জানান ডিপিও(টিটি) গৌতম দেব। তিনি এক বিবৃতিতে জানান, যেহেতু বর্তমানে স্কুলে পাঠদান প্রক্রিয়া বন্ধ রয়েছে, তাই শিক্ষা বিভাগ এসসিআরটির সহযোগিতায় ১৫ দিনের এক পাঠ্যসূচি তৈরি করেছে। সিআরসিসিদের মাধ্যমে সংশ্লিষ্ট বিদ্যালয়ের মেন্টর টিচারদের মাধ্যমে ছাত্রছাত্রীদের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হবে।
রাজ্য শিক্ষা গবেষণা এবং প্রশিক্ষণ পরিষদ এই স্টাডি মেটেরিয়েল তৈরি করেছে। এর ফলে ছাত্রছাত্রীরা উপকৃত হবে বলে মত প্রকাশ করেন ডিডিসি রঞ্জিত কুমার লস্কর। খণ্ড শিক্ষা আধিকারিক রাজেশ চক্রবর্তী এই উদ্যোগের সাধুবাদ জানান। এরপর তিনি উপস্থিত সিআরসিসিদের হাতে স্বশিক্ষণ সামগ্রী তুলে দেন। অনুষ্ঠানে সর্বশিক্ষা অভিযান মিশনের জেলা স্তরের আধিকারিকরা উপস্থিত ছিলেন। খুব শীঘ্রই ছাত্রছাত্রীদের মধ্যে প্রপত্র বণ্টন প্রক্রিয়া শুরু হবে।