India & World UpdatesHappenings

ভারতের ১২ শহর জলের তলায় চলে যেতে পারে, নাসার সতর্কবার্তা
12 Indian cities likely to go under water, warns NASA

ওয়েটুবরাক, ১১ আগস্টঃ মুম্বই, চেন্নাই, কোচি এবং বিশাখাপত্তনম-সহ দেশের ১২টি উপকূলীয় শহর তিন ফুট জলের তলায় চলে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এই শতকের শেষদিকে ভারতে এই চরম বিপর্যয় দেখা দিতে পারে বলে সতর্ক করে দিয়েছে নাসা।

Rananuj

সমুদ্রের জলস্তরের পরিবর্তন নিয়ে ইন্টার-গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ (আইপিসিসি)-এর যে রিপোর্ট প্রকাশিত হয়েছে, একে বিশ্লেষণ করেই এমন ব্যাখ্যা নাসার। দেশের ১২টি শহরে আবহাওয়ার দ্রুত পরিবর্তন এবং সমুদ্রের জলস্তর বাড়ার প্রবল আশঙ্কা তৈরি হচ্ছে।

১৯৮৮ সাল থেকে প্রতি ৫-৭ বছর অন্তর পৃথিবীর আবহাওয়া সংক্রান্ত কী কী পরিবর্তন ঘটছে, তার উপর নজরদারি চালায় আইপিসিসি। বিশেষ করে উষ্ণতার পরিবর্তন, বরফের আচ্ছাদন, গ্রিনহাউস গ্যাস এবং সমুদ্রের জলস্তর বৃদ্ধির মতো বিষয়গুলির উপর কাজ করে এরা। উপগ্রহ চিত্র এবং নানা বৈজ্ঞানিক পদ্ধতির মাধ্যমে সমুদ্রের জলস্তর সম্পর্কিত তথ্য সংগ্রহ করে আইপিসিসি।

তাদের সাম্প্রতিকতম রিপোর্টে বলা হয়েছে, কান্দলায় জলস্তর ১.৮৭ ফুট উপরে উঠে যেতে পারে। ওখায় ১.৯৬ ফুট, ভাবনগরে ২.৭০ ফুট, মুম্বইয়ে ১.৯০ ফুট, মার্মাগাঁওয়ে ২.০৬ ফুট, ম্যাঙ্গালুরুতে ১.৮৭ ফুট, কোচিনে ২.৩২ ফুট, পারাদ্বীপে ১.৯৩ ফুট, খিদিরপুরে ০.৪৯ ফুট, বিশাখাপত্তনমে ১.৭৭ ফুট, চেন্নাইয়ে ১.৮৭ ফুট এবং তুতিকোরিনে জলস্তর ১.৯ ফুট উপরে ওঠার আশঙ্কা করা হচ্ছে।

আইপিসিসি-র রিপোর্ট বলছে, গোটা বিশ্বে সমুদ্রের জলস্তরের গড় বৃদ্ধির তুলনায় এশিয়া মহাদেশে সমুদ্রের জলস্তর দ্রুত হারে বাড়ছে। আগে ১০০ বছরে জলস্তরের যে পরিবর্তন দেখা যেত, এখন ২০৫০ সালের মধ্যে প্রতি ৬ থেকে ৯ বছরের মধ্যে একবার সেই পরিবর্তন দেখা দিতে পারে। একবিংশ শতাব্দী জুড়ে সমুদ্রের জলস্তর বাড়বে উপকূলীয় অঞ্চলগুলিতে। ফলে উপকূলবর্তী নিচু এলাকাগুলি ঘন ঘন প্লাবিত হওয়ার সম্ভাবনা দেখা দেবে। শুধু তাই নয়, জলস্তর বৃদ্ধির ফলে উপকূল অঞ্চলগুলি ভাঙনেরও শিকার হবে।

আবহাওয়ার পরিবর্তন আঞ্চলিক ভাবেও নানা পরিবর্তন ঘটাতে পারে। কোথাও বৃষ্টি বেশি হতে পারে, কোনও অঞ্চলে আবার খরার প্রকোপ দেখা দিতে পারে, কোথাও আবার তুষারপাতের মাত্রা বাড়তে পারে। এমন নানা পরিবর্তন লক্ষ করা যেতে পারে। ২০০৬-১৮ সালের মধ্যে সমুদ্রের জলস্তর নিয়ে যে সমীক্ষা করা হয়েছে তাতে দেখা গিয়েছে, গোটা বিশ্বে প্রতি বছর জলস্তরের গড় বৃদ্ধি হয়েছে ৩.৭ মিলিমিটার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker