Barak UpdatesHappeningsBreaking News

ডিমাসা সংগঠনের আপত্তির কথা দুর্ভাগ্যজনক, বললেন রাজীব কর

ওয়েটুবরাক, ৯ আগস্ট : ডিমাসা জনগোষ্ঠীর আপত্তির দরুন রাজ্য সরকার শিলচর রেলস্টেশনের নাম বদলে ভাষাশহিদ স্টেশন করার প্রস্তাবে সায় দিতে পারছে না, বিধানসভায় মন্ত্রী পীযূষ হাজরিকার এমন মন্তব্যকে দুর্ভাগ্যজনক বলে আখ্যায়িত করল ভাষাশহিদ স্টেশন শহিদ স্মরণ সমিতি৷ সাধারণ সম্পাদক ডা. রাজীব কর বলেন, নানা প্রক্রিয়া মেনেই ২০১৬ সালে কেন্দ্র নামবদলের প্রস্তাবে অনুমোদন জানায়৷ রাজ্য সরকারের অনুমোদন, স্বরাষ্ট্র দফতরের প্রতিবেদন ইত্যাদি আগেই শেষ হয়ে গিয়েছে৷ কেন্দ্র শুধুই নতুন নামের বানানটা গ্যাজেট নোটিফিকেশন করে জানাতে রাজ্যকে নির্দেশ দিয়েছিল৷  এর পরই নতুন ঘটনাপ্রবাহ শুরু হয়৷ রাজীববাবু বলেন, ২০১৭ সালে এক অখ্যাত ডিমাসা সংগঠন এই নামবদলের বিরোধিতা করে৷

রাজীবের কথায়, শুরু থেকেই ভাষাশহিদ স্টেশন দাবি আন্দোলনে বহুভাষিক চরিত্রকে গুরুত্ব দেওয়া হচ্ছিল৷ বাসুদেব আচারিয়া স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান হিসেবে শিলচরে এলে সমস্ত ভাষাভাষীর মানুষ স্টেশনের নাম বদলের জোরালো দাবি তোলেন৷ সেদিন ডিমাসা প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন৷ এর পর চুপি চুপি জমা পড়ে এক ডিমাসা  সংগঠনের দাবিপত্র৷ একে গুরুত্ব না দেওয়াই রাজ্য সরকারের উচিত ছিল৷ রাজীব করের দাবি, অধিকাংশ ডিমাসা এখনও স্টেশনের নাম বদলের  দাবির সমর্থনে রয়েছেন৷ বর্তমান বিধায়ক নন্দিতা গারলোসা এবং স্বশাসিত পরিষদের প্রাক্তন মুখ্য কার্যবাহী সদস্য দেবজিত থাউসেন শিলচরে এসে প্রকাশ্য সভায় ভাষাশহিদ রেলস্টেশনের নামাকরণের দাবিতে সমর্থন জানিয়েছিলেন৷ তাঁর আশঙ্কা, সরকার তাঁদের আইনের দ্বারস্থ হওয়ার জন্য প্ররোচিত করছে৷

(ছবি : ভাষাশহিদ স্টেশনের দাবিতে আয়োজিত সভায় বাসুদেব আচারিয়ার সঙ্গে ডিমাসা প্রতিনিধ৷)

Pic Credit: Taan Gupta

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker