NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News
মিজো হানা : ষড়যন্ত্রেরই অনুমান করছেন প্রদ্যোৎ বরদলৈ
ওয়েটুবরাক, ২৮ জুলাই : আসাম পুলিশের ওপর মিজোরামের গুলিচালনার পেছনে শুধু জমিবিবাদ নয়, অন্য কোনও ষড়যন্ত্র রয়েছে৷ অনুমান করছেন কংগ্রেস সাংসদ প্রদ্যোৎ বরদলৈ৷ তিনি বুধবার শিলচরে সাংবাদিকদের বলেন, এ ভাবে এক রাজ্যের বাহিনী প্রতিবেশী আরেক রাজ্যের পুলিশের ওপর এমন হামলা করতে পারে না৷ তাঁর বক্তব্য, এর পেছনে এমন কোনও চক্র জড়িত থাকতে পারে, যারা উত্তর-পূর্বের সাতবোনের সম্প্রীতি সইতে পারে না৷ তাই তিনি এই ঘটনার বিচার বিভাগীয় তদন্ত দাবি করেন৷
আরেক সাংসদ গৌরব গগৈ বলেন, ছয়জনের প্রাণহানির পর স্বীকার করতেই হয়, কেন্দ্র ও রাজ্য সরকার পুরো ব্যর্থ হয়েছে৷ তাঁর প্রশ্ন, দুদিকেই কেন্দ্রীয় বাহিনীর ক্যাম্প রয়েছে৷ এর পরও কী করে এমন একটা ঘটে গেল?
এআইসিসি মনোনীত সাত সদস্যের প্রতিনিধি দলে দুই সাংসদও রয়েছেন৷ তবে তাঁরা ঘটনাস্থলে পৌঁছনোর আগেই পুলিশ বাকি ৫ সদস্যের দলটিকে ধলাইয়ে আটকে দেয় ওই দলের নেতৃত্ব দেন প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরা৷
ধলাই থেকে ফিরে বিরোধী দলনেতা দেবব্রত শইকিয়া আসাম-মিজোরাম সীমান্তবিবাদে কেন্দ্রের হস্তক্ষেপ দাবি করেন৷ উপনেতা রকিবুল হোসেন মুখ্যমন্ত্রী পদে হিমন্ত শর্মার ইস্তফা চান৷