Barak UpdatesHappeningsBreaking News
সীমান্ত পরিস্থিতি দেখতে লায়লাপুরে মন্ত্রী পরিমলMinister Parimal visits Lailapur to take stock of the situation
২৭ জুলাই : সীমান্তে উদ্ভুত পরিস্থিতি খতিয়ে দেখতে মঙ্গলবার রাজ্যের পরিবেশ ও বন, মৎস্য ও আবগারি মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য আসাম-মিজোরাম সীমান্তের কাছাড় জেলার লায়লাপুর পুলিশফাঁড়ি পরিদর্শন করেন। সোমবার মিজোরামের পক্ষ থেকে নির্বিচারে গুলি চালানোর ঘটনায় অসম পুলিশের ছয় জওয়ান ও এক সাধারণ নাগরিক প্রাণ হারান। মন্ত্রী নিজের নির্বাচনী এলাকা ধলাইয়ের অন্তর্গত লায়লাপুর পুলিশ ফাঁড়ি এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতির খোঁজ নেন। তিনি পুলিশ কর্মকর্তাদের বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং সমস্যাবিধ্বস্ত এলাকায় শান্তি ও স্বাভাবিকতা ফিরিয়ে আনার জন্য সম্ভাব্য সব ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
মিজোরামের পক্ষ থেকে নির্বিচারে গুলি চালানো সত্ত্বেও অসম পুলিশ কর্মীদের চূড়ান্ত সংযম প্রয়োগের প্রশংসা করে শুক্লবৈদ্য বলেন, সময়ের প্রয়োজন এখন সতর্কতা অবলম্বন করা এবং আন্তঃরাজ্য সীমান্তে শান্তি বিঘ্নিত করার লক্ষ্যে মিজো বাহিনীর প্রয়াসকে ব্যর্থ করে দিতে হবে। তিনি আরও বলেন, মুখ্যমন্ত্রী, হিমন্তবিশ্ব শর্মা এই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছেন এবং সীমানা বিরোধ শুধু মিজোরামের সাথেই নয়, প্রতিবেশী অন্যান্য রাজ্যের সঙ্গে থাকা বিরোধ সমাধানের জন্য যথাসাধ্য চেষ্টা করেছেন।
Lailapur Police Outpost team has been on the forefront in safeguarding our #Assam side along the #AssamMizoramBorder line. Visited the OP to interact with police personnel & the locals. Expressed my gratitude towards them for their enormous support & cooperation. pic.twitter.com/ksCJqAQKX2
— Parimal Suklabaidya (@ParimalSuklaba1) July 27, 2021
এর আগে মঙ্গলবার দুপুরে শিলচর সার্কিট হাউসে মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে আইন-শৃঙ্খলা পর্যালোচনা সভায় অংশ নিয়ে মন্ত্রী বলেন, ডঃ শর্মার গৃহীত বিভিন্ন পদক্ষেপগুলি অস্থিতিশীল পরিস্থিতি হ্রাস করতে এবং জনগণের মধ্যে আস্থা জাগাতে সহায়তা করবে। তিনি ধলাই ও কাবুগঞ্জের জনগণকে সড়ক অবরোধ তুলে নেওয়ার জন্য এবং এলাকায় শান্তি ফিরিয়ে আনতে প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানান। মন্ত্রী আশ্বাস দেন, রাজ্য সরকার তার এক ইঞ্চিও জমি মিজোরামের কাছে দেবে না। দৃঢ়তার সঙ্গে রাজ্যের সীমানা রক্ষা করবে এবং ‘আমাদের শান্তিপ্রিয় রাষ্ট্র’ বলে কোনওভাবেই তা উস্কে দেওয়া হবে না। মন্ত্রী শুক্লবৈদ্য শিলচর মেডিক্যাল কলেজে গিয়ে আহত পুলিশ জওয়ান এবং সাধারণ নাগরিকদের স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং চিকিৎসকদের পরামর্শ দেন, জখম পুলিশ কর্মী-জওয়ান এবং নাগরিকদের চিকিৎসায় যেন কোনও ত্রুটি না হয়।