Barak UpdatesHappeningsBreaking News

টিকা-স্বল্পতার চেয়ে বেশি ভোগাচ্ছে টিকার অব্যবস্থা, বিডিএফের বিক্ষোভ

ওয়েটুবরাক, ২২ জুলাই : কোভিডের টিকা গ্রহণের জন্য সরকারি স্তরে দিনেরাতে আহ্বান, অনুরোধ, বিজ্ঞাপন চলছে৷ কিন্তু টিকা নিতে গেলে মানুষ হন্যে হয়ে ঘুরছে৷ কোথাও টিকা নেই৷ কোনওদিন বলা হচ্ছে, আজ টিকা আসেইনি, কোনওদিন শোনাচ্ছেন, টিকা ফুরিয়ে গিয়েছে৷ এ নিয়ে মানুষের ক্ষোভকে মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছানোর প্রয়াস নিয়েছে বরাক ডেমোক্র্যাটিক ফ্রন্ট৷ ঘোষিত সূচি অনুসারে তাঁরা আজ ক্ষুদিরামের মূর্তির পাদদেশে বিক্ষোভ দেখান৷

জেলা প্রশাসনের মাধ্যমে স্মারকলিপি পাঠান মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার কাছে৷ তাতে বিডিএফ জানায়, টিকা স্বল্পতার সঙ্গে রয়েছে ব্যবস্থাপনায় অদক্ষতা, উদাসীনতা৷ টিকার জন্য মানুষ ভোর তিনটা থেকে লাইনে দাঁড়ান৷ কেউ আসেন অতিরিক্ত অর্থ খরচ করে অটো রিজার্ভ করে, মহিলারা আসেন সকালের কাজকর্ম ফেলে৷ কিন্তু টিকা না থাকার কথা বা এ দিন শুধু অনলাইনে স্লট বুকিংয়েই টিকা দেওয়া হবে, সে কথা তাদের জানানো হয় সকাল ১০-১১টায়৷ অথচ প্রতিদিন এক-একটি পোস্টার সেঁটে টিকার অবস্থান ভোরেই জানিয়ে দিলে দুর্ভোগ থেকে রেহাই মেলে৷

অনেক সময় স্বাস্থ্যকর্মীরা যুক্তি দেখান, পত্রিকায় নিত্য টিকার অবস্থা জানানো হয়৷ বিডিএফ নেতাদের বক্তব্য, পত্রিকা প্রকাশের বহু আগেই মানুষ লাইনে দাঁড়ান৷ তাই পত্রিকায় দেওয়া মোটেও যথেষ্ট নয়৷ তাঁদের আর্জি, বরাক উপত্যকাতে দ্রুত টিকার ব্যবস্থা করতে হবে৷ সঙ্গে টিকা নিয়ে ভোগান্তি এড়াতে ভাল ব্যবস্থাপনা চাই৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker