India & World UpdatesHappeningsBreaking News

ধাপে ধাপে প্রাথমিক স্কুল খোলার পরামর্শ আইসিএমআরের
ICMR suggests to open primary schools first as kids can handle infection better

২০ জুলাই : করোনা ভাইরাসের তৃতীয় ঢেউয়ের আশঙ্কার মধ্যেই ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ বা আইসিএমআর প্রাথমিক স্কুল খোলার কথা চিন্তাভাবনা করার পরামর্শ দিয়েছে। তাদের বক্তব্য, প্রাথমিক স্কুল শুরু করার চিন্তাভাবনা করা উচিত রাজ্য সরকারগুলির। দাবি করা হচ্ছে, প্রাপ্ত বয়স্কদের শরীরে যে পরিমাণ অ্যান্টিবডি তৈরি হয়েছে, শিশুদের ক্ষেত্রেও একই মাত্রায় অ্যান্টিবডি তৈরি হয়েছে। সেই প্রেক্ষিতেই আবার স্কুল খোলার চিন্তাভাবনা শুরু করা উচিত রাজ্য প্রশাসনগুলির। আইসিএমআর জানাচ্ছে, স্কুলের কর্মী থেকে শুরু করে স্কুলবাসের কর্মীদের সম্পূর্ণ টিকাকরণ জরুরি। যেভাবে অ্যান্টিবডি তৈরি হচ্ছে সেই প্রেক্ষিতে আপাতত প্রাথমিক স্কুলগুলি খুলে পরিস্থিতি উপলব্ধি করার সময় এসেছে। পরবর্তী ক্ষেত্রে এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বড়দের জন্য স্কুল খোলা যেতে পারে।

এইমস প্রধান রণদীপ গুলেরিয়া জানিয়েছেন, দেশে এত দিনে বহু শিশুর মধ্যে করোনা ভাইরাসের স্বাভাবিক প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়ে গিয়েছে। সেই কারণে করোনা ভাইরাস তৃতীয় ঢেউ শিশুদের ওপর মারাত্মক প্রভাব ফেলতে পারবে না। এই প্রেক্ষিতে তিনি ধাপে ধাপে স্কুল খোলার পরামর্শ দিয়েছেন। তাঁর কথায়, দেশের যে সমস্ত জেলায় সংক্রমণের হার ৫ শতাংশের কম এবং যেসব এলাকায় আক্রান্তের সংখ্যা ন্যূনতম, সেই সমস্ত এলাকায় ধাপে ধাপে স্কুল খোলা যেতে পারে। কারণ পড়ুয়াদের ভবিষ্যতের দিকে নজর দিতে হবে বলে স্পষ্ট করছেন তিনি।

স্কুল খোলার জন্য শিশুদের ভাইরাসে আক্রান্ত হবার ভয় বেড়ে যাবে এমন প্রসঙ্গে তিনি বলেন, এই মুহূর্তে দেশে বহু শিশু রয়েছে যাদের ভাইরাসের সংস্পর্শে এসে স্বাভাবিকভাবেই প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়ে গেছে শরীরে। তাই সেই প্রেক্ষিতে করোনা ভাইরাস তৃতীয় ঢেউ তাদের শরীরে বিরাট প্রভাব ফেলতে পারবে না। তবে যদি স্কুল খোলার পর সংক্রমণ কোনওভাবে বৃদ্ধি হয় তাহলে স্কুল বন্ধ করে দিতে হবে বলেও জানিয়ে রাখছেন তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker