NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News
হাইলাকান্দিতে কৃষিসচিব, সারের হোলসেলারদের পস মেশিন ব্যবহারের নির্দেশ
ওয়েটুবরাক, ১৬ জুলাই: সারের হোলসেলারদের পস মেশিন ব্যবহার করার নির্দেশ দিয়েছেন রাজ্যের কৃষি বিভাগের সচিব এবং ডিরেক্টর বিনোদ শেষন৷ তিনি আজ শুক্রবার হাইলাকান্দি জেলার কৃষিকাজে ব্যবহৃত রাসায়নিক সারের হোলসেলারদের সঙ্গে এক বৈঠকে মিলিত হন। সেখানে তিনি পস মেশিন ব্যবহারের জন্যে ট্রেনিং নিতেও তাঁদের নির্দেশ দেন ।
সচিব শেষন হাইলাকান্দি জেলা প্রশাসনের সঙ্গেও আজ এক বৈঠকে মিলিত হন। এতে প্রধানমন্ত্রী কিষান বিকাশ, প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা, আরকেভিওয়াই, এনএফএসএম ইত্যাদি প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়। এরপর শেষন জেলা কৃষি বিভাগের কার্যালয় পরিদর্শনকালে একটি টেক্টার উপকৃতদলের হাতে তুলে দেন। জেলায় এখন পর্যন্ত ১৭২ টি ট্রাক্টর এসএইচজি গ্রুপের হাতে তুলে দেওয়া হয়েছে। এছাড়া পরিদর্শনকালে তিনি কৃষি বিভাগের পাবলিক ফ্যাসিলিটি সেন্টারটি নির্মাণের জায়গা ঘুরে দেখেন । এরপর তিনি জেলার কৃষি জমির ধান উৎপাদন উৎপাদন ব্যবস্থাও সরেজমিনে প্রত্যক্ষ করেন ।শুক্রবারের জেলা প্রশাসনের আয়োজিত সভা এবং ফিল্ড ভিজিটে জেলাশাসক রোহন কুমার ঝা, ডিডিসি আরকে লস্কর, জেলা কৃষি আধিকারিক অনিরুদ্ধ দত্ত সহ বিভাগীয় কর্মকর্তারাও অংশ নেন।