NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News

অজন্তার বাজেটে জনতার কথা

ওয়েটুবরাক, ১৬ জুলাই : রাজ্যের অর্থমন্ত্রী অজন্তা নেওগ আজ হিমন্ত বিশ্ব শর্মা সরকারের প্রথম বাজেট পেশ করেছেন৷ এ তাঁর জীবনের প্রথম বাজেট রচনা ও পাঠ৷ এই প্রথম কোনও মহিলা আসাম বিধানসভায় বাজেট প্রস্তাব পেশ করলেন৷

রূপকোঁয়রের কবিতায় ২০২১-২২ অর্থবর্ষের বাজেট পাঠ শুরু করেন অজন্তা নেওগ৷ দফায় দফায় তিনি বিভিন্ন কবির কবিতা আউড়ান, শোনান বেশ কয়েকজন মহাপুরুষের উদ্ধৃতি৷ ধন্যবাদ জানান কোভিড মোকাবিলায় কর্মরত চিকিৎসক, নার্স, আশাকর্মী, অ্যাম্বুল্যান্স চালকদের৷ শুভেচ্ছা জানান অলিম্পিকে অংশগ্রহণের জন্য প্রস্তুত লাভলিনা বরুয়াকে৷

অরুণোদয় প্রকল্পের মাসিক ভাতা বাড়িয়ে এক ঘোষণায় ২৬ লক্ষ পরিবারের মন জয়ের চেষ্টা করেন৷ এই প্রকল্পে এতদিন মাসে ৮৩০ টাকা প্রদান করা হচ্ছিল৷ নতুন সরকারের প্রথম বাজেটে তা এক হাজার টাকায় বৃদ্ধি করা হয়৷ নেওগ জানান, এই প্রকল্পে ২৬ লক্ষ মহিলা বেনেফিসারি রয়েছেন৷ এরা যে রাজ্যে বসবাসকারী মোট পরিবারের ৪০ শতাংশ, সে কথা তিনি গুরুত্বের সঙ্গে উল্লেখ করেন৷ বলেন, অসমে কোনও কালে কোনও প্রকল্পে এত বেনেফিসারি দেখা যায়নি৷

নির্বাচনী প্রতিশ্রুতিতে বিজেপি বছরে এক লক্ষ সরকারি চাকরি প্রদানের ঘোষণা করা হয়েছিল৷ অজন্তাদেবী আজ বাজেট প্রস্তাবে জানিয়েছেন, সরকার এই বছরে ১ লক্ষ ৪৩ জনের নিযুক্তির বন্দোবস্ত করেছে৷ এমন সিদ্ধান্তকে হিমন্ত সরকারের সাহসী পদক্ষেপ বলে মন্তব্য করেন অর্থমন্ত্রী৷

তাঁর আকর্ষণীয় প্রস্তাবসমূহের মধ্যে অন্যতম, নবম-দশম শ্রেণির ছাত্রছাত্রীর জন্য স্মার্টফোন প্রদান৷ এতে ৮ লক্ষ পড়ুয়া উপকৃত হবে৷ তাঁর আশা, এই প্রকল্পের সুবাদে মাঝপথে  পড়া ছেড়ে দেওয়ার অনেকটা হ্রাস করবে৷

একটি নতুন জেলা গঠনে সরকারের সিদ্ধান্তও অর্থমন্ত্রী তাঁর বক্তৃতায় উল্লেখ করেন৷ তিনি জানান, তামুলপুর হবে রাজ্যের নবীনতম জেলা৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker