Barak UpdatesHappeningsBreaking News
আয়ুষ বিভাগেও এমবিবিএসের ইন্টার্নশিপ ? প্রতিবাদে সরব আইএমএ
ওয়েটুবরাক, ১৬ জুলাইঃ এমবিবিএস পাশের পর ইন্টার্নদের এক সপ্তাহের জন্য আয়ুষ বিভাগে বাধ্যতামূলক থাকতে হবে, এমনই সিদ্ধান্ত নিতে চলেছে সরকার। জাতীয় মেডিক্যাল কাউন্সিল (এনএমসি) এরই মধ্যে খসড়া প্রস্তাব তৈরি করেছে। তাতে বলা হয়েছে, সংশ্লিষ্ট কলেজে যদি হোমিওপ্যাথি, আয়ুর্বেদ, যোগ ও নেচারোপ্যাথি, ইউনানি কিংবা সিদ্ধার মতো বিষয় (অর্থাৎ আয়ুষ) থাকে, তা হলে ইন্টার্নদের সেই শাখাতেও এক সপ্তাহের জন্য যুক্ত থাকতে হবে। বিষয়টি সামনে আসতেই প্রতিবাদে সরব হয়েছে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (আইএমএ)। তাঁদের বক্তব্য, আয়ুষ ও অ্যালোপ্যাথি— দুই ধারার চিকিতসাপদ্ধতি। এদের মিশ্রণ ঘটানো হলে খিচুড়ি ডাক্তার তৈরি হবে। তাঁরা ইন্টার্নশিপ নিয়ে এমন ভাবনা থেকে সরে আসার দাবি তুলেছেন।
আজ শুক্রবার এ নিয়ে এনএমসি-র কাছে চিঠি লেখেন আইএমএ প্রধান জে এ জয়লাল। তাঁর দাবি, ‘‘কোনও চিকিৎসক চার বছরে যা শিখেছেন, ইন্টার্নশিপের ওই এক বছরে তা হাতে-কলমে ঝালিয়ে নেন। মেডিক্যালের পড়ুয়াদের যেহেতু স্নাতক পর্যায়ে আয়ুষ সংক্রান্ত কোনও পঠন-পাঠন নেই, তাই ইন্টার্নশিপের সময়ে আয়ুষ বিভাগে তাঁদের নিয়োগ করাটা অর্থহীন। হঠাৎ করে আয়ুষের মতো বিষয়ে চর্চায় উল্টে ‘মিক্সোপ্যাথি’ হয়ে যেতে পারে।’’