Barak UpdatesHappeningsBreaking News
হাইলাকান্দিতে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে গুচ্ছ সিদ্ধান্ত
ওয়েটুবরাক, ১৫ জুলাই : হাইলাকান্দি জেলায় সড়ক দুর্ঘটনা প্রতিরোধে কঠোর পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হাইলাকান্দি ডিস্ট্রিক্ট রোড সেফটি কমিটির এক সভা বৃহস্পতিবার হাইলাকান্দিতে জেলাশাসকের অফিসের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়। জেলাশাসক রোহন কুমার ঝা এতে সভাপতিত্ব করেন৷ জেলা পরিবহন বিভাগ, পূর্ত বিভাগ, পুলিশ বিভাগ, এনএইচ সড়ক বিভাগ, স্বাস্থ্য বিভাগ, শিক্ষা বিভাগ সহ বিভিন্ন যানবাহন সংস্থার প্রতিনিধিরা আলোচনায় অংশ নেন৷
জেলা পরিবহন আধিকারিক সৈয়দ রফিকুল মান্নান জানান, ২০২১ সালের জানুয়ারি মাস থেকে জুন মাস পর্যন্ত জেলায় মোট ৭৫টি সড়ক দুর্ঘটনা ঘটেছে এবং ৮৫জন জখম হয়েছেন। তবে পুলিশ রেকর্ডে মোট ১০৫টি দুর্ঘটনার উল্লেখ রয়েছে । জেলাশাসক সড়ক দুর্ঘটনা প্রতিরোধে পরিবহন বিভাগ, পূর্ত বিভাগ, স্বাস্থ্য বিভাগ ও পুলিশ বিভাগের মধ্যে কো-অর্ডিনেশন বৃদ্ধির উপর জোর দেন৷ দুর্ঘটনাপ্রবণ এলাকাগুলি যৌথভাবে চিহ্নিত করতে তিনি তাদের নির্দেশ দেন। সভায় এনএইচ সড়ক বিভাগের সহকারী কার্যনির্বাহী বাস্তুকার এএইচ খান জানান, হাইলাকান্দি জেলার জানকীবাজার, আমালা ও আব্দুল্লাপুর এলাকার দুর্ঘটনাপ্রবণ এলাকা চিহ্নিত করে ব্লেক স্পট মার্কিং করা হয়েছে। অনুরূপভাবে জেলার দুর্ঘটনাপ্রবন এলাকা চিহ্নিত করতে পূর্ত গ্রামীণ বিভাগকেও নির্দেশ দেওয়া হয় ৷ সড়ক দুর্ঘটনা প্রতিরোধে জেলার স্কুল, কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ব্যাপকভাবে সচেতনতা অভিযান চালানোর জন্য পরিবহন বিভাগকে পরামর্শ দেন জেলা উন্নয়ন আধিকারিক রনজিৎ কুমার লস্কর ।
সভায় জেলাশাসক রোহন কুমার ঝা সড়ক দুর্ঘটনা প্রতিরোধে লাইসেন্স বিহীন চালক সহ যানবাহন আইন লংঘনকারীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে পরিবহন বিভাগ ও পুলিশ বিভাগকে নির্দেশ দেন । জেলা পরিবহন আধিকারিক সৈয়দ রফিকুল মান্নান ও এনফোর্সমেন্ট ইনস্পেকটর সরফ উদ্দিন তাপাদার জানান, , ইতিমধ্যে জেলায় ট্রাফিক সুরক্ষা হট লাইন চালু করে ব্যাপক সুফল পাওয়া গেছে । জেলার জনগণ ট্রাফিক আইন লংঘনকারী যানবাহনের বিরুদ্ধে ছবি সহ সরাসরি 9954546010 হোয়াটস-অ্যাপ নম্বরে অভিযোগ জানাতে পারেন।। তাছাড়া পরিবহন বিভাগের পক্ষ থেকে যানবাহনের গতি হ্রাস করতে জেলায় স্পিড গান ডিভাইস চালু করা হয়েছে ।
জেলার জাতীয় সড়কের বিভিন্ন স্থানে স্পিড গান ডিভাইস সিস্টেম বসিয়ে প্রায় তিনশতটি ওভার স্পিড মামলা নথিভুক্ত করে জরিমানা আদায় করা হয়েছে । জেলার ধলেশ্বর থেকে মিজোরাম সীমান্ত পর্যন্ত জাতীয় জাতীয় সড়কে সড়ক দুর্ঘটনা প্রতিরোধের জন্য হাইওয়ে পেট্রলিং চালু করা, স্থানে স্থানে ট্রাফিক আইন চিহ্ন লাগানোর জন্য পদক্ষেপ গ্রহণ করতে পরামর্শ দেওয়া হয়। অটো সহ বিভিন্ন যাত্রীবাহী যানবাহনে অধিক যাত্রী পরিবহন, অত্যধিক ভাড়া আদায় করার গণঅভিযোগের কথা তুলে ধরে সবাইকে সতর্ক করে দিয়ে ডিসি ঝা বলেন, যাত্রী সাধারণের কাছ থেকে কোনও অবস্থায় অত্যধিক ভাড়া আদায় করা চলবে না। পরিবহন আধিকারিকের অনুমোদিত তালিকা অনুযায়ী ভাড়া গ্রহণ করতে যানবাহন সংস্থাকে নির্দেশ দেন তিনি ।
এদিনের বৈঠকে জেলাশাসক আঠারো বছরের নীচের এবং ড্রাইভিং লাইসেন্স বিহীন চালকদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে পরিবহন বিভাগ ও পুলিশ বিভাগকে নির্দেশ দেন । আঠারো বছরের কম বয়সের ই-রিক্সা চালকদের বিরুদ্ধে থানায় মামলা করতে বলেন তিনি। স্পষ্টভাবে জানান, হাইলাকান্দি জেলায় চায়নিজ ই-রিক্সা চলতে দেওয়া হবে না । তাছাড়া যে সব ই-রিক্সা চালকের ড্রাইভিং লাইসেন্স নেই তাদেরকে আগামী পনের আগস্টের মধ্যে ডিটিও কার্যালয়ে আবেদন করতে হবে ৷পনের আগস্টের পর ড্রাইভিং লাইসেন্স ছাড়া কাউকে ইরিক্সা চালাতে দেওয়া হবে না।
আঠারো বছরের নীচের চালক, বিদ্যুৎ চুরি করে ই-রিক্সা চার্জ, চায়নিজ ই-রিক্সা মালিকদের বিরুদ্ধে সরাসরি থানায় এফআইআর করা হবে। এ ছাড়াও সভায় জানানো হয়, পারিবারিক বৈদ্যুতিক কানেকশনে ই-রিক্সা চার্জ দেওয়া যাবে না। কমার্সিয়াল বিদ্যুৎ সংযোগ নিয়ে ই-রিক্সা চার্জ দিতে হবে ।
এদিনের বৈঠকে অন্যদের মধ্যে জেলা উন্নয়ন আধিকারিক রনজিৎ কুমার লস্কর , স্বাস্থ্য বিভাগের পক্ষে ডাঃ সুদীপ চক্রবর্তী,
শিক্ষা বিভাগের পক্ষে নজমুল হক লস্কর, পূর্ত বিভাগের কার্যনির্বাহী বাস্তুকার আনোয়ার হোসেন মজুমদার, এএসটিসি বিভাগের কেশব শর্মা মজুমদার, ডিএসপি নবনীতা দাস প্রমুখ প্রাসঙ্গিক আলোচনায় অংশ নেন ।।