India & World UpdatesHappeningsBreaking News
জালিয়াতি ! গ্রেফতার ICICI ব্যাংকের প্রাক্তন সিইও ছন্দা কোচর
২৩ ডিসেম্বর : আইসিআইসিআই ব্যাঙ্কের প্রাক্তন সিইও ছন্দা কোচর ও তাঁর স্বামী দীপক কোচরকে গ্রেফতার করেছে সিবিআই। ২০১২ সালে এক ঋণ জালিয়াতি কাণ্ডে ছন্দা ও তাঁর স্বামীর বিরুদ্ধে অভিযোগ ছিল। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে এই দুই হাইপ্রোফাইল ব্যক্তিত্বকে গ্রেফতার করে সিবিআই।
উল্লেখ্য, এই জালিয়াতি মামলায় ভিডিওকনের নাম জড়ায়। সংস্থার সিইও বেণুগোপাল ধুত সহ ছন্দা কোচর ও তাঁর স্বামীর বিরুদ্ধে আগেই মামলা দায়ের করেছিল সিবিআই। এরপর নিউপাওয়ার রিনিউঅ্যবলস, সুপ্রিম এনার্জি, ভিডিওকন ইন্টারন্যাশনালের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে এই সংস্থাগুলির বিরুদ্ধে।
জানা যায়, ভিডিওকনের সিইও বেণুগোপাল ধুত নিউপাওয়ার রিনিউএবলসে কোটি টাকা বিনিয়োগ করেন যখন ভিডিওকন আইসিআইসিআই ব্যাঙ্ক থেকে ৩,২৫০ কোটি টাকার ঋণ পায়। দেশের অন্যতম হাইপ্রোফাইল মামলা হিসাবে বহুদিন ধরেই পরিগণিত হচ্ছে ছন্দা কোচরকে ঘিরে এই জালিয়াতির অভিযোগ।