India & World UpdatesHappeningsBreaking News
নিজামুদ্দিনে যাওয়া ৯৬০ বিদেশিকে ব্ল্যাক লিস্টেড করল স্বরাষ্ট্র মন্ত্রক
960 foreigners who attended Nizamuddin Markaz blacklisted by India

২ এপ্রিল : কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক দিল্লির নিজামুদ্দিনে অংশ নেওয়া ৯৬০ জন বিদেশিকে ব্ল্যাক লিস্টেড করেছে। ট্যুরিস্ট ভিসার মাধ্যমে ভারতে এসে জামাতে অংশ নেওয়ার জন্য এদের ব্ল্যাক লিস্টেড করা হয়। মন্ত্রক এই বিদেশি নাগরিকদের বিরুদ্ধে সঙ্গে সঙ্গে ব্যবস্থা গ্রহণ করার জন্য রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ডিজিপি এবং দিল্লির পুলিশ কমিশনারকে নির্দেশ দিয়েছে। তাছাড়া ফরেনার্স অ্যাক্ট ১৯৪৬ ও দুর্যোগ ব্যবস্থাপনা আইন ২০০৫ উল্লঙ্ঘন করার জন্য এই লোকদের বিরুদ্ধে যাবতীয় আইনি ব্যবস্থা গ্রহণ করারও নির্দেশ দিয়েছে মন্ত্রক। প্রাপ্ত খবর অনুযায়ী, এই বিদেশিদের মধ্যে ১৬টি দেশের নাগরিক রয়েছেন।
এ দিকে ১ মার্চ থেকে ১৫ মার্চ পর্যন্ত নিজামুদ্দিন মর্কজে অনুষ্ঠিত এই সমাবেশ বর্তমানে এ দেশে কোভিড-১৯-এর অন্যতম কেন্দ্র হিসেবে পরিগণিত হয়েছে। আসামে এ পর্যন্ত যে কয়েকজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন, তাঁদের সকলে এই সমাবেশে অংশগ্রহণ করেন। তাছাড়া দিল্লিতে বর্তমানে আসামের ৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। দেশের মোট আক্রান্তের ২০ শতাংশ এই সম্পর্কিত বলে জানা গেছে। স্বাস্থ্য ও পরিবার মন্ত্রকের দেওয়া তথ্য মতে, এই সমাবেশের সঙ্গে প্রায় ৪০০টি পজিটিভ ঘটনার সম্পর্ক রয়েছে।