Barak UpdatesHappeningsBreaking News

করোনাকে পরাস্ত করলেন ৯৪ বছরের গোবর্ধন সিংহ
94-year-old Govardhan Singh defeats corona at SMCH

ওয়েটুবরাক, ১৪ জুলাইঃ গত ৫ জুলাই যখন তাঁকে শিলচর মেডিক্যাল কলেজে আনা হয়েছিল, তিনি প্রচণ্ড শ্বাসকষ্টে ভুগছিলেন। রেপিড অ্যান্টিজেন টেস্ট করে দেখা যায়, কোভিডে আক্রান্ত। ৯৪ বছর বয়সে করোনা! আঁতকে উঠেছিলেন সবাই। এর মধ্যে ক্রমাগত কয়েকদিন শারীরিক অবস্থার অবনতি ঘটছিল। ১০ তারিখে নিয়ে যাওয়া হয় আইসিইউ-তে। লাগানো হয় কৃত্রিম অক্সিজেন। কিন্তু মনোবল হারাননি প্রাক্তন স্কুলশিক্ষক গোবর্ধন সিংহ। চিকিৎসকরাও একে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলেন। শেষে জয়ী হলেন শিলচর রামনগরের গোবর্ধনবাবু, জয় ছিনিয়ে আনলেন শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা।

Rananuj

আজ বুধবার তিনি পূর্ণ সুস্থ হয়ে ওঠেন। বাড়ি ফিরে যাওয়ার আগে মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ তাঁকে সংক্ষিপ্ত অনুষ্ঠানে সংবর্ধনা জানায়। কলেজের উপাধ্যক্ষ ডা. ভাস্কর গুপ্ত নিজে সেখানে উপস্থিত থেকে তাঁর দীর্ঘায়ু কামনা করেন। গোবর্ধনবাবু মেডিক্যাল কলেজের চিকিৎসা ও অন্যান্য সেবাকার্যের প্রশংসা করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker