Barak UpdatesHappeningsBreaking News
সর্বধর্ম সমন্বয় সভার উদ্যোগে সুতারকান্দি যাত্রী অপেক্ষাগার সংস্কার, উদ্বোধন
ওয়েটুবরাক, ৩ এপ্রিল: ভারত – বাংলা সীমান্ত সুতারকান্দি বাজার হয়ে বৃহত্তর এলাকার মানুষের যাতায়াত। রোদ, বৃষ্টি, ধুলোঝড়ের মধ্যে দাঁড়িয়ে রোটেশনের গাড়ির অপেক্ষা করতে হয় স্কুল-কলেজের ছাত্রছাত্রী সহ এলাকার জনসাধারণকে। এই সমস্যা মেটানোর লক্ষ্যে সীমান্ত সুরক্ষা বাহিনীর সহযোগিতায় সুতারকান্দি যাত্রী অপেক্ষাগারের সংস্কারের ব্যবস্থা করলো বরাক উপত্যকা সর্বধর্ম সমন্বয় সভার কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ। সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে এই যাত্রী অপেক্ষাগারের উদ্বোধন করা হল। উদ্বোধন করেন আইনজীবী মহাশ্বেতা চক্রবর্তী, সীমান্ত চেতনা মঞ্চের করিমগঞ্জ জেলা সভাপতি গৌতম দে, সর্বধর্ম সমন্বয় সভার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এইচ এম আমির হোসেন, লায়ন্স ক্লাবের সদস্যা অনামিকা দাস দে, আল নূর ন্যাশন্যাল স্কুলের সম্পাদক কাওসার আহমেদ চৌধুরী, শহরতলি বিদ্যানিকেতন হাইস্কুলের প্রধান শিক্ষক আব্দুর রশিদ চৌধুরী ও সমাজসেবী হাজী নজরুল ইসলাম চৌধুরী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইশরাক আহমেদ চৌধুরী, হাজী তাজ উদ্দিন চৌধুরী, আফতার হোসেন চৌধুরী, আবু সুফিয়ান সিদ্দিকী চৌধুরী, জয়নুল আহমেদ চৌধুরী প্রমুখ।