Barak UpdatesHappeningsBreaking News

90 tests +ve in Cachar on Wedenesday, numbers to increase at night
রেপিডের তালিকা আসতেই কাছাড়ে পজিটিভ একলাফে ৯০

17 positive as per RT-PCR Test & 73 positive in Rapid Antigen test (RAT), total 90

৫ আগস্ট: দুই পর্বের পজিটিভ তালিকা প্রকাশের পর সন্ধ্যায় যোগ হয়েছে রেপিড অ্যান্টিজেন টেস্টের রেজাল্ট৷ তাতে কাছাড়ে একলাফে বুধবারের আক্রান্তের সংখ্যা বেড়ে হয় ৯০৷ আরটিপিসিআর-এ ১৭, রেপিডে ৭৩৷

ডিএমই সুমন চৌধুরী জানান, দুদিন ধরে ব্যাপক হারে রেপিড অ্যান্টিজেন টেস্ট হচ্ছে৷ তাতেই অনেকে সংক্রমিত বলে ধরা পড়ছেন৷ আক্রান্তের সংখ্যা বড় কথা নয়, স্বেচ্ছায় মানুষ যেন টেস্টের জন্য এগিয়ে আসেন, অনুরোধ জানান তিনি৷ সুমনবাবু বলেন, শিলচর টিটি কলেজেও একটি কোভিড স্ক্রিনিং সেন্টার খোলা হয়েছে৷ তাঁর অনুরোধ, ন্যূনতম অসুস্থতা থাকলেও লুকিয়ে রাখবেন না, টেস্ট এড়িয়ে যাবেন না৷ তাতে বড় বিপদ হতে পারে৷

বুধবার সন্ধ্যার আগে দুই দফা পজিটিভ তালিকা প্রকাশিত হয়৷ এর মধ্যে কাছাড় জেলায় ১৭ জনের পজিটিভ রিপোর্ট এসেছে৷ অধিকাংশই শিলচর শহর ও শহরতলির৷ ২ জনের বাড়ি দুর্গাপল্লীতে৷ একজন করে রয়েছেন ঘুংঘুর, শরৎপল্লী, শ্রীকোণা, সানসিটি লেন, ওয়াটার ওয়ার্কস রোড, চেংকুড়ি ও তারাপুর প্রথম পল্লীর বাসিন্দা৷ বিকানিরের স্থায়ী বাসিন্দা ৩৯ বছরের এক যুবক এখানে করোনায় আক্রান্ত হয়েছেন৷ তাঁর স্থানীয় ঠিকানা লেখা রয়েছে রামনগর৷

দাস কলোনির ৭৬ বছরের এক বৃদ্ধ কলকাতা থেকে বিমানে ফিরে আক্রান্ত হলেন৷ বিবেকানন্দ রোডের এক ব্যক্তি পজিটিভ হয়েছেন বেঙ্গালুরু থেকে ফিরে৷ তালিকায় শহর, শহরতলির বাইরের রয়েছেন ৫ জন৷ তাদের বাড়ি বনতারাপুর, জয়পুর, লাবক ও লক্ষীপুরে৷ বনতারাপুরে আক্রান্ত ব্যক্তি গোয়া থেকে ফিরেছিলেন৷ অন্যদিকে লাবকের পজিটিভ একজন আসাম রাইফেলস জওয়ান৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker