Barak UpdatesHappenings
ব্লাড ডোনার্স ফোরাম ও এসো বলির আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন
ওয়ে টু বরাক, ২৩ ফেব্রুয়ারি : আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করল বরাকভ্যালি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের কাছাড় জেলা কমিটি এবং উপত্যকার একমাত্র কথাশিল্প সংগঠন এসো বলি। বুধবার সকালে বঙ্গভবনের অস্থায়ী শহিদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন সংস্থার কর্মকর্তারা। ব্যবস্থাপনায় ছিল বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের শিলচর শহর আঞ্চলিক কমিটি।
অনুষ্ঠানে এসো বলির সভাপতি তথা ব্লাড ডোনার্স ফোরামের কাছাড় জেলা কমিটির সাধারণ সম্পাদক সব্যসাচী রুদ্রগুপ্ত আক্ষেপ করে বলেন, আমরা ১৯ মে ও ২১ ফেব্রুয়ারি দিন দু’টি পালন করি, শহিদদের স্মরণ করি, পুষ্পার্ঘ্য অর্পণ করি, তাঁদের উদ্দেশে সাংস্কৃতিক অনুষ্ঠান, শোভাযাত্রার আয়োজন করি, সেদিন আমাদের আবেগ প্রকাশ করি। কিন্তু বর্তমান সময়ে আমাদের মাতৃভাষা বাংলার ওপর যেভাবে আঘাত আসছে, বরাকে ভাষা আইন লঙ্ঘিত হচ্ছে, এ ব্যাপারে আমরা এতটাই নীরব এবং প্রতিবাদবিমুখ। এই জায়গাগুলোকে আমরা যদি নিজেরা ঠিক করতে না পারি এবং প্রতিবাদী না হই, মাতৃভাষা বাংলার সুরক্ষায়, মর্যাদা রক্ষার্থে আমরা যদি এগিয়ে না আসি, আমরা যদি সারা বছর কথা না বলি তাহলে উনিশ-একুশের আন্দোলনে যাঁরা শহিদ হয়েছেন তাঁদের আত্মাহুতিও বাস্তবিক অর্থে বিফলে যাবে। তাই আমাদের সচেতন মনোবৃত্তি নিয়ে এগিয়ে আসা উচিত।
এ দিন বাংলা ভাষার ওপর এক অসাধারণ নৃত্য পরিবেশন করেন এসো বলির সাধারণ সম্পাদিকা তথা ব্লাড ডোনার্স ফোরামের মহিলা শাখার সম্পাদিকা দেবস্মিতা বিশ্বাস।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বরাকভ্যালি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের কেন্দ্রীয় প্রচার সচিব সুজয় নাথ, ফোরামের কাছাড় জেলা কমিটির সহ-সভাপতি রঞ্জিত মিশ্র, কোষাধ্যক্ষ কল্যাণ পাল, কার্যালয় সম্পাদক প্রবালকান্তি বণিক, ফোরামের সহ-সম্পাদক তথা এসো বলির কোষাধ্যক্ষ দেবালয় ভাওয়াল, ফোরামের সাংগঠনিক সম্পাদক তথা এসো বলির কার্যনির্বাহী সদস্য দীপঙ্কর সাহা প্রমুখ।