NE UpdatesHappeningsBreaking News
৯ বছরের শিশুর দেহেও সংক্রমণ, আসামে বেড়ে ৯৬ 9 years boy infected by COVID-19, total in Assam reaches 96
১৭ মে : করোনা ভাইরাস যে রাজ্যে ব্যাপক থাবা বসিয়েছে, তা একের পর এক মানুষের আক্রান্ত হওয়ায় স্পষ্ট হয়ে ঊঠেছে। রবিবার দুপুরে ৯ বছরের এক শিশুর দেহে মারণ ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। দুপুর ১টা ৪০ মিনিটে টুইট করে স্বাস্থ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা জানান, দিল্লি থেকে আসা ৯ বছরের এক শিশুর দেহে সংক্রমণ ধরা পড়েছে। তিনি জানান, এই ছোট্ট ছেলেটি যোরহাট ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তাকে বর্তমানে যোরহাট মেডিক্যাল কলেজে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।
A 9 year-old boy from Ward No 3 of #Jorhat, and who came from Delhi, has tested #COVID positive. He is now in Jorhat Medical College & Hospital.
↗️Total cases 96
↗️Recovered 41
↗️Active cases 51
↗️Deaths 2
↗️Migrated 2Update 1.40 pm / May 17#AssamCovidCount pic.twitter.com/gIlS3MKFcu
— Himanta Biswa Sarma (@himantabiswa) May 17, 2020
রাজ্যের করোনা আক্রান্তের মোট তথ্য তুলে ধরে তিনি জানিয়েছেন, এ পর্যন্ত আসামে মোট আক্রান্তের সংখ্যা ৯৬। সুস্থ হয়ে উঠেছেন ৪১ জন। সংক্রমণ সক্রিয় রয়েছে মোট ৫১ জনের দেহে। মারা গিয়েছেন ২ জন এবং অন্য ২ জনকে অন্যত্র স্থানান্তর করা হয়েছে।