Barak UpdatesHappeningsBreaking News

ছেলের জন্মদিনে থ্যালাসেমিয়া শিশুদের পাশে পঞ্চতপা-জয়দীপ

৮ জুলাই: ছেলের জন্মদিনটা ভিন্নভাবে পালন করলেন বাচিকশিল্পী পঞ্চতপা চৌধুরী ও আইনজীবী জয়দীপ বিশ্বাস৷ বুধবার ছেলে সৌম্যদীপের জন্মদিনে ছোটখাটো কোনও অনুষ্ঠানও করেননি তাঁরা, ডাকেননি এক-দুইজন আত্মীয়-বন্ধুকেও৷ বরং সৌম্যকে নিয়ে উপস্থিত হন সক্ষম কার্যালয়ে৷

Rananuj

বরাক ভ্যালি থ্যালাসেমিয়া সোসাইটি ও সক্ষম দক্ষিণ অসম প্রান্ত যৌথভাবে থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের জন্র রক্তদান শিবিরের আয়োজন করা হচ্ছে৷ প্রায় ১৫০ জন শিশুর জীবনরক্ষায় প্রতি মাসেই রক্তের প্রয়োজন । করোনা-কালে রক্তের জন্য যাতে কোনও শিশুই সমস্যার সম্মুখীন না হয় সে জন্য এই প্রয়াস হাতে নিয়েছে দুই সংস্থা । এই উদ্যোগকে সমর্থন জানিয়েই থ্যালাসেমিয়া শিশুদের সাহায্যে এগিয়ে আসলেন তাঁরা৷ আর্থিক সাহায্য প্রদান করলেন এই সকল শিশুদের রক্তদান শিবিরের সহায়তায়। সক্ষম কার্যালয়ে ছোট্ট পরিসরে আয়োজিত অনুষ্ঠানে সক্ষমের পক্ষে দিব্যাংগজন বিকাশ কেন্দ্রের উপদেষ্টা ডাঃ রঞ্জনা ধর এই সাহায্য গ্রহণ করেন । অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সক্ষমের প্রান্ত সম্পাদক মিঠুন রায়, মানস সিনহা, ময়াঙ্ক শেখর ও সুজিত শুক্লবৈদ্য ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker