India & World UpdatesAnalytics
১৮ জুন দেশজুড়ে আইএমএ-র প্রতিবাদ দিবস
১৩ জুন : দেশের বিভিন্ন প্রান্তে একের পর চিকিতসকের ওপর হামলার ঘটনায় এ বার প্রতিবাদ কর্মসূচি হাতে নিল ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন অর্থাৎ আইএমএ। এই প্রতিবাদ কর্মসূচির অঙ্গ হিসেবে আগামী ১৮ জুন আইএমএ আগামী ১৮ জুন জাতীয় প্রতিবাদ দিবস পালন করবে। চিকিতসকদের সুরক্ষার বিষয়টি যাতে গুরুত্ব দিয়ে নজর দেওয়া হয়, সে ব্যাপারে আইএমএ কেন্দ্র ও রাজ্য সরকারের কাছে দাবি জানিয়েছে।
আইএমএ সভাপতি জে এ জয়ালাল বলেছেন, সম্প্রতি আসাম, বিহার, পশ্চিমবঙ্গ, দিল্লি, উত্তর প্রদেশ, কর্নাটক ও অন্য কয়েকটি রাজ্যে চিকিৎসকদের ওপর একাধিক হামলার ঘটনা ঘটেছে। এতে বহু চিকিৎসক আক্রান্ত হয়েছেন। মহিলা চিকিতসকরাও নানাভাবে শারীরিক নিগ্রহের শিকার হয়েছেন। প্রতিদিনই এরকম ঘটনা দেশের কোথাও না কোথাও অহরহ ঘটছে। এর থেকে চিকিতসকদের সুরক্ষার ব্যবস্থা করতে আইএমএ দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী ও বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের কাছে অনুরোধ জানিয়েছে।
আইএমএ আরও বলেছে, কোভিড-১৯ মহামারির দ্বিতীয় ঢেউয়ে এ পর্যন্ত দেশে ৭২৪ জন চিকিৎসক প্রাণ হারিয়েছেন।