Barak UpdatesHappeningsBreaking News

উচ্চমাধ্যমিক : প্রথম দিনেই হাইলাকান্দিতে বহিষ্কৃত ৮
8 students expelled from Hailakandi on the 1st day of HS exam

১২ ফেব্রুয়ারি : হাইলাকান্দি জেলায় উচ্চমাধ্যমিক চূড়ান্ত পরীক্ষার প্রথম দিনে বুধবার ৮ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। বিদ্যালয় সমূহের পরিদর্শক রাজীব কুমার ঝা জানিয়েছেন, পরীক্ষায় নকল করার দায়ে তাদের বহিষ্কার করা হয়। এদের মধ্যে ২ জন আলগাপুর পাবলিক হায়ার সেকেন্ডারি স্কুলের, ৪ জন এস এস কলেজের এবং ভিভিএইচ এস স্কুল ও পাবলিক হায়ার সেকেন্ডারি স্কুলের একজন করে পরীক্ষার্থী রয়েছে। এ দিকে জেলার মোট ৪,০৩৬ জন পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় বসেছে ৩,৮৮৮ জন। পরীক্ষা পরিচালনা পর্যবেক্ষণ ও যেকোনও ধরনের ত্রুটি সম্পর্কে অবগত করানোর জন্য ফ্লায়িং স্কোয়াড গঠন করা হয়েছে।

এ দিকে, এই পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সারা রাজ্যে ৩২ জন পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে। পরীক্ষার আগে প্রশ্নপত্র যাতে ফাঁস না হয় সে জন্য বিশেষ সর্তকতা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ২০ থেকে ২৫টি পরীক্ষাকেন্দ্রকে অতি স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করে সেগুলোতে তীক্ষ্ণ দৃষ্টি রাখা হচ্ছে।

রাজ্যের ৭৭২টি কেন্দ্রে অনুষ্ঠেয় এই পরীক্ষায় দু লক্ষ ৩৪ হাজার ৮০৯ জন পরীক্ষার্থী বসেছেন। এর মধ্যে কলা শাখায় ১ লক্ষ ৭৫ হাজার, বিজ্ঞান শাখায় ৪০ হাজার ও বাণিজ্য শাখায় ১৮ হাজার পরীক্ষার্থী রয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker