NE UpdatesHappeningsBreaking News
নতুন ৭৬ সংক্রমিত, রাজ্যে বেড়ে ২৪৭৩76 more tests +ve in Assam, total rises to 2473
৬ জুন : শনিবার রাত সাড়ে ১১টা নাগাদ নতুন করে আরও ৭৬ জন কোভিড-১৯ আক্রান্ত ধরা পড়েছে। এ নিয়ে রাজ্যে মোট সংখ্যা বেড়ে দাড়িয়েছে ২৪৭৩। রাতে টুইট করে নতুন আক্রান্তের খবর জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা।
মন্ত্রী জানান, নতুন সংক্রমিতদের মধ্যে ২৩ জন ধুবড়ির, ২২ জন দরঙের, ১২ জন কামরূপ মেট্রোর, ৭ জন ডিব্রুগড়ের, ৫ জন বরপেটার, ৩ জন ধেমাজির, ২ জন শোণিতপুরের ও ২ জন বঙ্গাইগাও-এর। এদের নিয়ে রাজ্যে সংক্রমণ সক্রিয় রয়েছে মোট ১৮৭৮ জনের দেহে। এ দিকে, শনিবারই রাজ্যের বিভিন্ন হাসপাতাল থেকে বেশ কয়েকজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। মন্ত্রী জানান, পর পর দুবার তাদের টেস্ট রিপোর্ট নেগেটিভ আসায় হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। এখন পর্যন্ত রাজ্যে মোট ৫৮৮ জন সুস্থ হয়ে উঠেছেন।
📌Alert ~ 76 new #COVID19+ cases
23 Dhubri, 22 Darrang,12 Kamrup Metro, 7 Dibrugarh, 5 Barpeta, 3 Dhemaji, 2 Sonitpur, 2 Bongaigaon
↗️Total cases 2473
↗️Recovered 588
↗️Active cases 1878
↗️Deaths 0411:35 PM /June 6/Day's total as of now 230#AssamCovidCount pic.twitter.com/EZPybrVKrc
— Himanta Biswa Sarma (@himantabiswa) June 6, 2020