India & World UpdatesBreaking News
প্রত্যাশামতই মোদি এনডিএ-র নেতা, প্রধানমন্ত্রীওNarendra Modi unanimously selected as the leader of NDA & also the Prime Minister
২৫ মেঃ সংসদের সেন্ট্রাল হলে আয়োজিত বৈঠকে নরেন্দ্র মোদিই এনডিএ জোটের সংসদীয় দলের নেতা নির্বাচিত হলেন। শনিবারের এই শীর্ষবৈঠকে হাজির ছিলেন মুরলীমনোহর জোশী এবং লালকৃষ্ণ আডবাণীও। ছিলেন জনতা দল (ইউনাইটেড) নেতা নীতীশকুমার, লোক জনশক্তি পার্টির প্রধান রামবিলাস পাসোয়ান, শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে সহ শরিক দলের শীর্ষনেতারাও।
সংসদীয় দলের নেতা নির্বাচিত করে তাঁরা মোদিকে পুষ্পস্তবক দিয়ে অভিনন্দন জানান। এর পর প্রথম বক্তব্য রাখেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। তিনি শরিক দলগুলিকেও পাশে থাকার জন্য কৃতজ্ঞতা জানান। তাঁর পর বক্তব্য রাখতে ওঠেন নরেন্দ্র মোদি।
তিনি বলেন, কোনও বিশেষ জাতি বা বর্ণ আমাকে জেতায়নি। আমাকে জিতিয়েছে দেশের জনতা। এক যুগ সন্ধিক্ষণে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার এই দায়িত্ব পেয়েছি। মহাত্মা গান্ধী, দীনদয়াল উপাধ্যায় এবং রামমনোহর লোহিয়া, এঁদের আদর্শে এগিয়ে নিয়ে যেতে হবে দেশকে। অহঙ্কার সরিয়ে রেখে কাজ করতে হবে। জাতীয় উচ্চাশা আর আঞ্চলিক প্রেরণা, এই দুই নিয়েই এগোতে হবে আমাদের। কোনও একটিকে উপেক্ষা করলে চলবে না। এটাই আমাদের নতুন স্লোগান, বললেন মোদি।