Barak UpdatesHappeningsBreaking News

হেঁটে ভাগা থেকে রওনা গোয়ালপাড়া, কালাইনে আটক ৭ শ্রমিক
7 labourers set out on foot from Bhaga to Goalpara, arrested at Kalain

২৯ এপ্রিল : পায়ে হেঁটে ভাগা থেকে গোয়ালপাড়া নিজের বাড়ি রওনা দিয়ে কালাইনে পুলিশের হাতে আটক হলেন ৭ শ্রমিক। লকডাউনের মধ্যে বেশ কিছুদিন অনাহারে থাকার পরই এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন তাঁরা। অবশ্য আটক হওয়ায় পর প্রশাসনের হস্তক্ষেপে তাদের খাবারের জোগাড় হয়েছে।

এই ৭ শ্রমিক ভাগাবাজারে নয়, রেলের কাজের জন্য থাকতেন মিজোরামের সাইরেনে। কলকাতার এক ঠিকাদারের অধীনে সেখানে কাজ করেছেন। এক শ্রমিক অভিযোগ করে বলেন, লকডাউন শুরু হওয়ার পর তাদের কোনও খোঁজ করেননি ওই ঠিকাদার। এমনকি তাদের প্রাপ্য টাকাও পাননি। তখন থেকেই তাঁরা অনাহার অর্ধাহারে রয়েছেন। গত রবিবার একটি ট্রাকে উঠে সাইরেন থেকে তাঁরা এসে পৌছান ভাগাবাজারে। সিদ্ধান্ত নেন, গোয়ালপাড়া পর্যন্ত হেঁটেই চলে যাবেন। কিন্তু রওনা দেবার পর কালাইনে তাদের আটকে দেয় পুলিশ।

সোমবার রাতে এই শ্রমিকদের আটক করার পর ছুটে আসেন সার্কল অফিসার সহ অন্য আধিকারিকরা। প্রথমে কালাইন এফআরইউ হাসপাতালে তাদের শারীরিক পরীক্ষা করা হয়। এরপর শ্রমিকদের পাশের কালাইন এমভি স্কুলে থাকা খাওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়। খবর পেয়ে বিভিন্ন সংস্থা তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker