NE UpdatesHappeningsBreaking News
বঙ্গাইগাও ডিটেনশন ক্যাম্প থেকে ৭ বন্দিকে মুক্তি7 inmates released from Bangaigaon Detention Camp
২৩ নভেম্বর : চলতি বছরের মে মাসে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে বঙ্গাইগাও ডিটেনশন ক্যাম্প থেকে বৃহস্পতিবার ৭ জন বন্দিকে মুক্ত করে দেওয়া হল। এ দিন ডিটেনশন ক্যাম্প থেকে মুক্ত করে দেওয়া হয়েছে নিবারণ বর্মণ, আরিজ উদ্দিন, জালাল উদ্দিন, সারি শেখ, মানিকজান বিবি, আজবাহার আলি ও আলি আকবরকে। এই সাতজন ডিটেনশন ক্যাম্পে তিন বছরের বেশি সময় ধরে ছিলেন। এদের প্রত্যেককে এক লক্ষ টাকা ও দু’জন স্থানীয় ব্যক্তির জামানতে মুক্ত করা হয়েছে।
সরকারি তথ্য অনুযায়ী আসামের বিভিন্ন ডিটেনশন ক্যাম্পে মোট ১০৪৩ জন বিদেশি রয়েছেন। এদের মধ্যে ১০২৫ জন বাংলাদেশ থেকে এবং ২৫ জন মায়ানমার থেকে এসেছেন। চলতি বছরের মে মাসে সুপ্রিম কোর্ট ডিটেনশন ক্যাম্পে তিন বছর ধরে থাকা বন্দীদের নির্দিষ্ট শর্তের বিনিময়ে মুক্ত করার নির্দেশ দিয়েছিল। যেসব বন্দিকে ডিটেনশন ক্যাম্প থেকে মুক্ত করা হবে তাদের এক লক্ষ টাকা এবং স্থানীয় দুজনের জামানত আদায় করার পাশাপাশি কর্তৃপক্ষকে তাদের বায়োমেট্রিক নথি সংগ্রহ করে সুরক্ষিত রাখার নির্দেশ দিয়েছিল।
সুপ্রিম কোর্ট এর পাশাপাশি ডিটেনশন ক্যাম্প থেকে মুক্ত হওয়া এইসব লোকদের প্রতি সপ্তাহে সংশ্লিষ্ট থানায় হাজিরা দেওয়ার নির্দেশ জারি করে। আদালত বৃহস্পতিবার মুক্ত করে দেওয়া এই বন্দীদের মানবাধিকার কর্মী হর্ষ মান্দারের আবেদনের ভিত্তিতে সুপ্রিম কোর্ট মুক্ত করে দেওয়ার নির্দেশ জারি করে।