Barak UpdatesHappeningsBreaking News
রবিবার ইলোরা হেরিটেজে প্রদর্শিত হবে উনিশের তথ্যচিত্র “আসামের ভাষা আন্দোলন”
ওয়েটুবরাক, ৮ জুনঃ বাংলাদেশের বিখ্যাত তথ্যচিত্র নির্মাতা মাসুদ করিম্ নির্মিত তথ্যচিত্র “আসামের ভাষা আন্দোলন” আগামী রবিবার বিকেল সাড়ে চারটায় শিলচরের ইলোরা হেরিটেজে প্রদর্শিত হবে। “বীক্ষণ সিনে কমিউন, শিলচর”-এর কারিগরি সহযোগিতায় সমাজসেবী স্বর্ণালী চৌধুরীর সৌজন্যে তা প্রদর্শনের ব্যবস্থা করেছে ভাষাশহিদ স্টেশন শহিদ স্মরণ সমিতি। সাধারণ সম্পাদক রাজীব কর তথ্যচিত্রটি দেখার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সকলের জন্য প্রবেশ অবাধ।
প্রসঙ্গত, গত ১৯ মে শিলচর ‘ভাষা শহিদ স্টেশন শহিদ স্মরণ সমিতি’-র অনুষ্ঠানে “আসামের ভাষা আন্দোলন” আনুষ্ঠানিক ভাবে প্রথম প্রদর্শিত হয়।
নির্মাতা মাসুদ করিম সহ উপস্থিত ছিলেন বিখ্যাত আবৃত্তিকার ভাস্বর বন্দ্যোপাধ্যায়, বিশিষ্ট কবি-সাংবাদিক দেবাশিস চন্দ, শিলচরের তখনকার সাংসদ ডা: রাজদীপ রায়, সমাজসেবী স্বর্ণালী চৌধুরী, আন্তর্জাতিক বাংলা ভাষা পরিষদের ত্রিপুরা রাজ্যের দায়িত্বে থাকা স্বপন কুমার ভট্টাচার্য, ভাষাশহিদ স্টেশন শহিদ স্মরণ সমিতির সভাপতি বাবুল হোড়, সাধারণ সম্পাদক রাজীব কর, প্রদীপ শীল, স্বপন দাশগুপ্ত, অমিতাভ দে, সুমন দেব, শান্তনু রায়, পার্থ রায় প্রমুখ।
রাজীব জানান, সেদিনের ভিড় ছিল চোখে পড়ার মতো। তারপরও সেদিন দিকে দিকে উনিশে মে উদযাপনের দরুন অনেকেই তথ্যচিত্রটি দেখতে পারেননি। তাঁদের কথা ভেবেই আগামী রবিবারের আয়োজন।