Barak UpdatesIndia & World UpdatesHappeningsBreaking News
সিভিল হাসপাতাল চত্বরে অসামাজিক কাজকর্ম, ডিসি-এসপিকে স্মারকলিপি
ওয়েটুবরাক, ১১ ডিসেম্বর : শিলচর সিভিল হাসপাতাল চত্বরের ভেতর নানা অসামাজিক কাজকর্ম চলে৷ সে সব বন্ধ করার জন্য কড়া ব্যবস্থা নিতে ‘শিলচর সিভিল হাসপাতাল আধুনিকীকরণ দাবি কমিটি’র পক্ষ থেকে শুক্রবার একটি স্মারকপত্র জেলাশাসক ও পুলিশসুপারকে প্রদান করা হয়৷ স্মারকপত্রে উল্লেখ করা হয়, সিভিল হাসপাতালের ভেতরে সন্ধ্যার পর প্রতিদিনই ড্রাগস সেবনকারী সহ অসামাজিক লোকের আড্ডা জমে। বিশেষ করে, ম্যালেরিয়া বিভাগের কার্যালয়ের সামনে তারা তাদের অসামাজিক কাজকর্ম চালায়। মাঝেমধ্যে তাদের কুব্যবহারের শিকার হতে হয় হাসপাতালের রোগীদের । হাসপাতালে যে কজন গার্ড রয়েছেন, তাদের পক্ষে এদের আটকানো সম্ভব হয় না। তাই জেলাশাসক ও পুলিশসুপারকে এ ব্যাপারে উপযুক্ত পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়। সংগঠনের মুখ্য আহবায়ক কমল চক্রবর্তীর স্বাক্ষরিত স্মারকপত্রটি জেলাশাসকের অনুপস্থিতিতে অতিরিক্ত জেলাশাসক সাধনকুমার সরকারের হাতে তুলে দেন সংগঠনের আহ্বায়ক হানিফ বড়ভূঁইয়া, কার্যকরী কমিটির সদস্য হিল্লোল ভট্টাচার্য প্রমুখ। অতিরিক্ত জেলাশাসক এ ব্যাপারে সদর্থক ভূমিকা পালনের আশ্বাস প্রদান করেন৷