Barak UpdatesHappeningsBreaking News
নতুন ৮২ এমএস-এমডি এক বছরের জন্য মেডিক্যালে
২৭ জুলাইঃ অন্তত এক বছরের জন্য শিলচর মেডিক্যাল কলেজে চিকিৎসকের খরা অনেকটা কাটতে চলেছে। এখান থেকে পরীক্ষা দিয়ে যারা এমডি-এমএস হচ্ছেন, তাঁরা নিজের কলেজেই এক বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। এই বছর তাঁরা ছিলেন ৮২ জন। মেডিসিনে ১২জন, সার্জারিতে ১৪জন, চর্মরোগ বিভাগে ৪জন সহ প্রায় সব বিভাগে ছড়িয়ে তাঁরা।
মেডিক্যাল কলেজের উপাধ্যক্ষ ডা. ভাস্কর গুপ্ত বলেন, তাঁদের সবাইকেই আমরা কলেজে চাইছি। এর মধ্যে ৭০ জনের যোগ দেওয়ার ব্যাপারটা পাকা। বাকিদের মধ্যে ১০ জন এক বছর আসামে বাধ্যতামূলক সরকারি চাকরি করার শর্ত মেনে নেননি। তাঁরা সে জন্য স্কলারশিপও গ্রহণ করেননি। ডা. গুপ্ত জানান, আসামে এই বছর তিন শতাধিক এমডি-এমএস পরীক্ষা দিয়েছেন। তাঁরা সম্ভবত মঙ্গলবার-বুধবারই কাজে যোগ দেবেন। সে ক্ষেত্রে অন্যান্য মেডিক্যাল কলেজের মত শিলচর মেডিক্যাল কলেজও বড় উপকৃত হবে৷ চিকিৎসক সংখ্যা একসঙ্গে অনেকটা বেড়ে যাবে৷