Barak UpdatesHappeningsBreaking News
উদয়ের পথের উদ্যোগে দুস্থদের বস্ত্র বিতরণ
১৮ অক্টোবর: করোনার তাণ্ডবে পুজোর কেনাকাটা নিয়ে এ বার অধিকাংশ পরিবারে তেমন কোনও আগ্রহ নেই৷ তবু শিলচর শহরের পথ-নাগরিকদের কথা ভাবলেন একদল শুভবুদ্ধির মানুষ৷ মূলত উদ্যোগটা গ্রহণ করে ‘উদয়ের পথে’ নামে এক এনজিও৷ এগিয়ে আসেন সৌভিকরঞ্জন দত্ত ও অমন গোয়েল৷ সঙ্গে সংগঠনেরই কর্মকর্তা নিরূপম দে৷ রবিবার ‘উদয়ের পথে’র পক্ষ থেকে দুর্গাপুজা উপলক্ষে রাস্তার পাশে থাকা গৃহহীন এবং অসহায় দুস্থদের মধ্যে নতুন বস্ত্র, সঙ্গে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। নিরূপম দে ছাড়াও সংস্থার পক্ষ উপস্থিত ছিলেন সচিব অমিতাভ দে, সুমন দেব, সুমনা দাস, পিংকি দাস, অরিন্দম ধর প্রমুখ।