Barak UpdatesHappeningsBreaking News
৬৫ পরিবারে ত্রাণসামগ্রী দিল উদয়ন সংঘ, ভূয়সী প্রশংসা সাংসদের
ওয়েটুবরাক, ২৫ জুনঃ করোনা অতিমারির দরুন অসহায় অবস্থায় দিন কাটানো পরিবারগুলির পাশে দাঁড়াল উদয়ন সংঘ। আজ শুক্রবার সংঘের সেবা শাখা ত্রাণ শিবিরের আয়োজন করে। ৬৫ পরিবারের সদস্যদের হাতে তুলে দেয় অত্যাবশ্যকীয় সামগ্রী। এ উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে শিলচরের সাংসদ ডা. রাজদীপ রায় উপস্থিত ছিলেন। তিনি উদয়ন সংঘের সামাজিক কাজকর্মের ভূয়সী প্রশংসা করেন। সংঘের তরুণ যুবকদেরও তিনি তাঁর কথাবার্তায় উদ্দীপ্ত করেন। বলেন, এই ধরনের মানসিকতা ও কাজকর্মের জন্যই আজও সামাজিক বন্ধন টিঁকে রয়েছে। একের বিপদের সময় অন্যরা পাশে দাঁড়াবে, এটাই মনুষত্ব।
ক্লাবের সভাপতি শান্তনু দাস ও সহ-সভাপতি বাসুদেব শর্মা খেলাধূলার নানা সমস্যার কথা সাংসদের নজরে নেন। মাঠের জমি বেদখলের কথাও প্রসঙ্গক্রমে উঠে আসে। সাংসদ মাঠটি সরেজমিনে পরিদর্শন করেন এবং বিহীত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। শান্তনুবাবু ক্লাবের বিভিন্ন সেবামূলক কার্যসূচির কথাও সাংসদ ডা. রায়কে অবগত করান। জানান, উদয়ন সংঘ এই ধরনের কার্যকলাপ দীর্ঘদিন থেকে করে চলেছে এবং তারা তা চালিয়ে যাবেন। ডা. রায়ও এই সব ব্যাপারে তাঁর পূর্ণ সহযোগিতা থাকবে বলে আশ্বস্ত করেন।