Barak UpdatesHappeningsBreaking News
57 tests +ve in Karimganj on Tuesdayকরিমগঞ্জ জেলায় রেপিডে ১৭ শতাংশের পজিটিভ !
২৫ আগস্ট: করিমগঞ্জ জেলায় মঙ্গলবার ৫৭ জনকে পজিটিভ বলে শনাক্ত করা হয়েছে৷ এর মধ্যে ১৭ জন আরটিপিসিআর প্রক্রিয়ায়, ৪০ জন রেপিড অ্যান্টিজেন টেস্টে৷ ২৩৮ জনকে রেপিড টেস্ট করে এই ৪০ জনকে পজিটিভ পাওয়া যায়৷ হিসাব কষলে তা ১৭ শতাংশ৷ অর্থাৎ প্রতি ৬জনে ১ জন করোনায় আক্রান্ত৷
এই উদ্বেগজনক তথ্যের সঙ্গে এ দিন করিমগঞ্জে মোট পজিটিভ আক্রান্তের সংখ্যা ২ হাজার ছাড়িয়ে যায়৷ ৫৭ জনকে নিয়ে সংখ্যাটি দাঁড়ায় ২ হাজার ১৩৷ জেলা জনসংযোগ জানিয়েছে, মঙ্গলবার জেলায় ৪১জনকে রিলিজ করা হয়েছে৷ তাঁদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ৮২৭ জন৷