Barak UpdatesHappeningsBreaking News
তরুণরাম ফুকন স্কুল মিশে যাচ্ছে? ক্ষুব্ধ বিডিএফ
ওয়েটুবরাক, ১৩ সেপ্টেম্বর : শিলচরের ‘তরুণরাম ফুকন অসমিয়া প্রাথমিক বিদ্যালয়’কে বাংলা মাধ্যমের সাথে জুড়ে দেওয়া হচ্ছে বলে যে অভিযোগ উঠেছে, এই ব্যাপারে বিডিএফ-এর প্রতিনিধিদল আজ সোমবার ‘ তরুণরাম ফুকন স্কুল কর্তৃপক্ষের সাথে দেখা করেন এবং এই সিদ্ধান্তের প্রতিবাদ জানান।
পরে স্কুলপ্রাঙ্গণে সংবাদ মাধ্যমের সামনে বক্তব্য রাখতে গিয়ে বিডিএফ নেতা প্রদীপ দত্তরায় বলেন, তাঁরা জাতি-ধর্ম নির্বিশেষে সবার মাতৃভাষায় শিক্ষার অধিকার সুরক্ষিত রাখতে প্রতিজ্ঞাবদ্ধ। এই স্কুল বন্ধ হলে স্থানীয় অসমিয়া ছেলেমেয়েরা ইচ্ছে থাকলেও সে অধিকার থেকে বঞ্চিত হবে, তাই এর প্রতিবাদ জানান তাঁরা।
প্রদীপ বাবু বলেন, এই স্কুলটিকে বাংলা মাধ্যমের সাথে জুড়ে দেবার যে প্রস্তাব স্থানীয় শিক্ষা কর্তৃপক্ষ পাঠিয়েছেন, অবিলম্বে সেটি প্রত্যাহার করতে হবে। তিনি উল্লেখ করেন, শুধু এটিই নয়, বরাকের প্রায় দশটি অসমিয়া স্কুলের একই অবস্থা৷ সরকার বিশেষ উদ্যোগ না নিলে হয়তো সেগুলোই অচিরেই বন্ধ হয়ে যাবে।
প্রদীপ বাবু বলেন, এটা আশ্চর্যের বিষয়, সরকার খিলঞ্জিয়ার অধিকার রক্ষার নামে ১৯৫১কে ভিত্তিবর্ষ করে রাজ্যের এক কোটি বাঙালিদের নাগরিক অধিকার খর্ব করতে চাইছে, তারা বরাকের অসমিয়া স্কুলগুলিকে রক্ষা করতে পারছেন না, যেখানে মাতৃভাষার চর্চা বন্ধ হলে জাতির অস্তিত্বই প্রশ্নের মুখে পড়তে পারে। একে দ্বিচারিতা বলেই অভিহিত করেন বিডিএফ প্রধান৷
ফ্রন্টের আরেক আহ্বায়ক জহর তারণ বলেন, ‘তরুণরাম ফুকন স্কুল’টির অনেক সুনাম রয়েছে। জজ, ম্যাজিস্ট্রেট সহ অনেক কৃতী ছাত্রছাত্রী এই স্কুলের প্রাক্তনী, যারা এখনও কাজ করে যাচ্ছেন। এদের কয়েকজনকে পেশাগত জীবনে সহকর্মী হিসেবে তিনি নিজেও পেয়েছেন বলে জানান জহরবাবু৷ তিনি বলেন, বরাকের অসমিয়া মাধ্যম স্কুলগুলোর প্রতি নজর দিক সরকার। একই সাথে অসমিয়া ছাত্রছাত্রীদের মাতৃভাষায় শিক্ষা নিতেও উৎসাহিত করুক। তবেই একমাত্র অসমিয়া ভাষা-সংস্কৃতি সুরক্ষিত হবে। একইভাবে ব্রহ্মপুত্র উপত্যকায় বাঙলা স্কুলগুলোর যে দুরবস্থা চলছে তারও প্রতিবিধানে সরকারকে সচেষ্ট হতে হবে বলে দাবি জানান।