India & World UpdatesAnalyticsBreaking News
50 Divyang Students to Attend PM’s ‘Pariksha Pe Charcha’প্রধানমন্ত্রীর পরীক্ষা পে চর্চায় এ বার অংশ নিচ্ছে ৫০ দিব্যাঙ্গ পড়ুয়া
১৬ জানুয়ারি : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পরীক্ষা পে চর্চা কর্মসূচিতে সারা দেশ থেকে মোট ৫০ জন দিব্যাঙ্গ স্কুলছাত্র অংশ গ্রহণ করবে। আগামী ২০ জানুয়ারি পরীক্ষা পে চর্চা অনুষ্ঠিত হবে। নয়াদিল্লির তালকোটরা স্টেডিয়ামে অনুষ্ঠেয় এই কর্মসূচিতে প্রধানমন্ত্রী ছাত্রদের সঙ্গে সরাসরি কথা বলবেন। এটি পরীক্ষা পে চর্চার তৃতীয় সংস্করণ।
মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের যুগ্ম সচিব আর সি মীনা জানিয়েছেন, প্রথমবারের মতো দেশের বিভিন্ন প্রান্ত থেকে ৫০ জন দিব্যাঙ্গ পড়ুয়া এ ধরনের অনুষ্ঠানে অংশ নেবেন এবং তারা প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ পাবেন। পরীক্ষার চাপ সংক্রান্ত থিমের ওপর ভিত্তি করে একটি পেন্টিং প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে এই পড়ুয়াদের মনোনীত করা হয়েছে।
সেরা পেন্টিংটি ওই অনুষ্ঠানে তুলে ধরা হবে। সব মিলিয়ে দু’হাজার ছাত্র ও অভিভাবক এই কর্মসূচিতে অংশ নেবেন। এরমধ্যে ১০৫০ জন ছাত্র এতে অংশগ্রহণের সুযোগ পেয়েছে একটি রচনা প্রতিযোগিতার মাধ্যমে।
মীনা আরও জানান, যেসব ছাত্র প্রধানমন্ত্রীকে কিছু জিজ্ঞেস করার সুযোগ পাবে, তাদের নামও জমা দেওয়া রচনার ওপর ভিত্তি করে তালিকাভুক্ত করা হয়েছে। তিনি আরও জানান, গত বছর এতে অংশগ্রহণ করার জন্য ১.৪ লক্ষ পড়ুয়া আবেদন করেছিল। এ বার এই আবেদনের সংখ্যা ২.৬ লক্ষ।