India & World UpdatesHappeningsBreaking News
দ্বিতীয় রিপোর্টেই নেগেটিভ এয়ার ইন্ডিয়ার পাঁচ বিমানচালক5 pilots of Air India tests negative in their 2nd report
12 মেঃ এয়ার ইন্ডিয়ার পাঁচ বিমানচালককে প্রথম রিপোর্টে করোনা আক্রান্ত বলা হলেও দ্বিতীয় বারের পরীক্ষায় তাঁরা নেগেটিভ হয়ে যান। তাতে এয়ার ইন্ডিয়ার অনেকে এখন কোভিড-টেস্ট কিটকেই ত্রুটিপূর্ণ বলে মনে করছেন। তাঁদের বক্তব্য, সে জন্যই রবিবার বিমানচালকদের প্রথম রিপোর্ট পজিটিভ এসেছিল।
মুম্বইবাসী ওই বিমানচালকদের মধ্যে করোনার উপসর্গ না থাকলেও উড়ানের ৭২ ঘণ্টা আগে রুটিনমাফিক শারীরিক পরীক্ষা করা হয়। তখন তাঁদের পজিটিভ রিপোর্ট আসে। পরদিন ফের তাঁদের পরীক্ষা করানো হলে সন্ধ্যায় সেই নেগেটিভ বলে জানানো হয়। বোয়িং ৭৮৭ ড্রিমলাইনারের ওই বিমানচালকেরা সম্প্রতি দিল্লি থেকে একটি মালবাহী বিমানে করে চিকিৎসা সরঞ্জাম, ওষুধপত্র নিয়ে চিনের গুয়াংঝৌ-তে গিয়েছিলেন।