Barak UpdatesHappeningsBreaking News
49,267 vaccinated in Silchar in last 7 days, 502 found +ve in vaccination centresবিশেষ অভিযানে শিলচরে ৭ দিনে ৪৯,২৬৭ জনকে ভ্যাকসিন, পজিটিভ ৫০২
ওয়েটুবরাক, ১০ জুন: কাছাড় জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় শিলচর পুরএলাকায় সাতদিন ব্যাপী ‘আরোগ্য শিলচর’ কর্মসূচির অধীনে কোভিড ভ্যাকসিন নিয়েছেন শহরের ৪৯ হাজার ২৬৭ জন নাগরিক। এই সময়ে মোট ৫০২ জনের কোভিড ধরা পড়ে৷ ৫০-অনূর্ধ্ব ৪৩৪ জন এবং ৫০ বছরের ঊর্ধ্বে আরও ৬৮জন নাগরিককে কোভিড পজিটিভ হিসাবে শনাক্ত করা হয়। পজিটিভ শনাক্ত করা ব্যক্তিদের বাদ দিয়ে এই ভ্যাক্সিনেশন করা হয়। উল্লেখ্য ভ্যাকসিন নিতে আসা সবাইকে রেট টেস্ট করা হয়েছে । সাত দিনব্যাপী আরোগ্য শিলচর কর্মসূচির অধীনে এই ভ্যাকসিন এর শেষ দিনে বৃহস্পতিবার শিলচরের টিচার্স ট্রেনিং কলেজে সমাপ্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে জেলাশাসক কীর্তি জল্লি ফ্রন্টলাইন কোভিড যোদ্ধা সহ স্বাস্থ্যকর্মীদের কাজের প্রশংসা করেন। এরপর তিনি শিলচরের এসএম দেব সিভিল হাসপাতালটিও পরিদর্শন করেন ।
সপ্তাহব্যাপী এই বিশেষ কর্মসূচিতে ২৫০জন স্বাস্থ্য কর্মী জড়িত ছিলেন। জেলাশাসক তার ভাষণে জানান, মুখ্যমন্ত্রীর বিশেষ উদ্যোগে রাজ্যের মধ্যে শিলচর শহরে গণহারে টিকাকরণ প্রদান সম্ভব হয়েছে।