NE UpdatesBarak UpdatesBreaking News
লামডিং রেল স্টেশন থেকে ৪৭ লক্ষ টাকা উদ্ধার, গ্রেফতার ১
47 lakh cash recovered from Lumding Railway Station, 1 arrested

৪ ডিসেম্বরঃ লামডিং রেল স্টেশনে অভিযান চালিয়ে ৪৭ লক্ষ টাকা বাজেয়াপ্ত করেছে রেল পুলিশ। এর পাশাপাশি পুলিশ এ ঘটনায় জড়িত সন্দেহে এক ব্যক্তিকেও আটক করেছে। বিশেষ সূত্রের খবরের ভিত্তিতে রেল পুলিশ নামুনিমুরা ডিব্রুগড়-রঙ্গিয়া যাত্রীবাহী ট্রেনে তল্লাশি চালিয়ে এই মোটা অঙ্কের অর্থ উদ্ধার করে। পাশাপাশি বিকাশ সাহু নামে এক ব্যক্তিকে আটক করে।
জানা গেছে, এই ব্যক্তি নাজিরা থেকে গুয়াহাটিতে বিশাল সংখ্যক অর্থ নিয়ে আসছিল। বর্তমানে তাকে জেরা চালিয়ে যাচ্ছে পুলিশ। উল্লেখ্য, লামডিং পুলিশের পাশাপাশি রেল পুলিশ গত কয়েকদিনে অভিযান চালিয়ে নিষিদ্ধ সামগ্রীর পাশাপাশি বৃহৎ পরিমাণ অর্থরাশি উদ্ধার করতে সমর্থ হয়েছে। কিছুদিন আগে লামডিং রেল স্টেশনে রেল পুলিশ বহি:রাজ্যে পাচার করার সময় এক কিশোরীকে উদ্ধার করে।