Barak Updates

ভরাখাই হাই স্কুলকে সাজিয়ে তুলতে চান আমিনুল, গেটের শিলান্যাস
MLA Aminul wants to beautify Bhorakhai High School

২৮ সেপ্টেম্বর : ভরাখাই হাই স্কুলে ১০ লক্ষ টাকার গেটের শিলান্যাস করলেন বিধায়ক আমিনুল হক লস্কর। প্রবল বৃষ্টির মধ্যে নির্ধারিত সময়ে বিধায়কের উপস্থিতির দরুন তাঁর প্রশংসা করেন স্কুল পরিচালনা সমিতির কর্মকর্তা সহ স্থানীয় জনতা ।

ফকিরটিলাস্থিত ভরাখাই হাই স্কুলটি প্রায় ষাট বছর পুরনো। এই স্কুলে বাউন্ডারি ওয়াল সহ সুন্দর একটি গেট নির্মাণের জন্য বিধায়ক ১০ লক্ষ টাকা মঞ্জুর করেন। ওই অর্থেই আনুষ্ঠানিকভাবে কাজ শুরু হল। এই শিলান্যাস অনুষ্ঠানে বিধায়ক লস্কর ছাড়াও উপস্থিত ছিলেন স্কুল পরিচালনা কমিটির সভাপতি তথা প্রাক্তন ডিআই জহর লাল রায়, স্কুলের প্রধান শিক্ষক উত্তম কুমার সিং, সহ প্রধান শিক্ষক রাজেন প্রসাদ যাদব, প্রমুখ।

Sonai MLA Aminul Haque Laskar laid the foundation of the school gate of Bhorakhai High School, which will be built at an expense of Rs. 10 lakh. inspite of torrential showers, the MLA reached the school dot on time for which he earned praise for various quarters.

The Bhorakhai High School at Fakirtillah is about 60 years old. For constructing the boundary wall of the school and a beautiful gate, the MLA has sanctioned an amount of Rs. 10 lakh from his fund. Present during the foundation stone laying ceremony were President of the School Management Committee Jawaharlal Roy, Headmaster Uttam Kumar Singh, Rajen Prasad Yadav and others.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker