Barak Updates
ভরাখাই হাই স্কুলকে সাজিয়ে তুলতে চান আমিনুল, গেটের শিলান্যাসMLA Aminul wants to beautify Bhorakhai High School
ফকিরটিলাস্থিত ভরাখাই হাই স্কুলটি প্রায় ষাট বছর পুরনো। এই স্কুলে বাউন্ডারি ওয়াল সহ সুন্দর একটি গেট নির্মাণের জন্য বিধায়ক ১০ লক্ষ টাকা মঞ্জুর করেন। ওই অর্থেই আনুষ্ঠানিকভাবে কাজ শুরু হল। এই শিলান্যাস অনুষ্ঠানে বিধায়ক লস্কর ছাড়াও উপস্থিত ছিলেন স্কুল পরিচালনা কমিটির সভাপতি তথা প্রাক্তন ডিআই জহর লাল রায়, স্কুলের প্রধান শিক্ষক উত্তম কুমার সিং, সহ প্রধান শিক্ষক রাজেন প্রসাদ যাদব, প্রমুখ।
The Bhorakhai High School at Fakirtillah is about 60 years old. For constructing the boundary wall of the school and a beautiful gate, the MLA has sanctioned an amount of Rs. 10 lakh from his fund. Present during the foundation stone laying ceremony were President of the School Management Committee Jawaharlal Roy, Headmaster Uttam Kumar Singh, Rajen Prasad Yadav and others.
|
|