Barak UpdatesHappeningsBreaking News

সোমবারের ভারত বনধ সফল করার আহ্বান
Appeal made for a successful ‘Bharat Bandh’ on 27 Sept

ওয়েটুবরাক, ২৪ সেপ্টেম্বর : কৃষি আইন ও বিদ্যুৎ বিল বাতিলের দাবিতে সংযুক্ত কৃষক মোর্চা আহূত আগামী ২৭ সেপ্টেম্বর ভারত বনধ্ সফল করার আহ্বান জানিয়ে আজ শুক্রবার শিলচরের উকিলপট্টিস্থিত এআইইউটিইউসি’র জেলা কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। জেলার বিভিন্ন কৃষক, শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে বক্তব্য তুলে ধরেন সিআইটিইউ জেলা সম্পাদক সুপ্রিয় ভট্টাচার্য ।

Rananuj

তিনি প্রথমেই সিপাঝাড়ের ধলপুরে পুনর্বাসনের ব্যবস্থা না করে উচ্ছেদ এবং আন্দোলনকারীদের উপর আসাম পুলিশের গুলিচালনার ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানান। তিনি বলেন, দেশের কৃষকরা যে ঐতিহাসিক আন্দোলন চালিয়ে যাচ্ছেন তার সমর্থন কাছাড় জেলার বিভিন্ন প্রান্তে পরিলক্ষিত হচ্ছে। এছাড়াও নিত্যপ্রয়োজীয় জিনিসের মূল্যবৃদ্ধিতে জেরবার জনগণ এখন প্রতিরোধ আন্দোলন গড়ে তুলতে চাইছেন। তাই আগামী ২৭ সেপ্টেম্বরের ভারত বনধ।

সিআইটিইউ এর সমীরণ আচার্য, এনটিইউআই-এর মানস দাস, এআইইউটিইউসি’র জেলা সভাপতি সুব্রত চন্দ্র নাথ, অল ইন্ডিয়া কিষান ক্ষেতমজদুর সংগঠনের ভবতোষ চক্রবর্তী, ইডব্লিউটিসিসি-এর পক্ষে বিদ্যুৎ দেব, ফোরাম ফর সোশ্যাল হারমনি’র পক্ষে অরিন্দম দেব, সারা আসাম মজুরি শ্রমিক ইউনিয়নের ফারুক লস্কর প্রমুখ সংযুক্ত কৃষক মোর্চার ভারত বনধ্কে সফল করতে আহ্বান জানান। তারা বলেন, কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন সরকার কৃষক বিরোধী কালা আইন প্রণয়ন করে গরীব কৃষকদের জীবনে ভয়াবহ বিপর্যয় নামিয়ে এনেছে। এই তিনটি আইন কার্যকরী হলে তাঁদের বেঁচে থাকার কোনও পথই আর অবশিষ্ট থাকবে না৷ পক্ষান্তরে দেশ – বিদেশের ধনকুবের গোষ্ঠী সকল কৃষি পণ্যের বাজার নিয়ন্ত্রণ করবে।

তারা আরও বলেন, এই তিনটি কৃষি আইন বাতিলের দাবিতে দেশের পাঁচ শতাধিক কৃষক সংগঠনের নেতৃত্বে ঐতিহাসিক আন্দোলন চলছে অথচ সরকার কৃষকদের ন্যায্য দাবিকে উপেক্ষা করে শুরু থেকেই দমনমূলক নীতি গ্রহণ করছে। কিন্তু দমনমূলক মনোভাব নিয়ে কৃষকদের দমানো সম্ভব হবে না। এছাড়াও এই তিনটি কৃষি আইন শুধু যে কৃষকদের সর্বনাশ করবে, তাই নয়, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের আকাশলঙ্ঘী মূল্যবৃদ্ধি ঘটিয়ে সাধারণ মানুষের জীবনকে জেরবার করে দেবে। তাই কর্পোরেটদের স্বার্থে কাজ করা কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন সরকারের ‘চরম জনবিরোধী নীতি’র বিরুদ্ধে আগামী ২৭ সেপ্টেম্বর সংযুক্ত কৃষক মোর্চা আহুত ভারত বনধ্ কাছাড় জেলাতেও ব্যাপকভাবে সফল করতে যৌথ উদ্যোগে প্রচার অভিযান চালানো হচ্ছে। বক্তারা সবাই আগামী সোমবার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষা বাতিল করার আহ্বান জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker