Barak UpdatesHappeningsBreaking News

বিটুমিনের ট্যাঙ্কে ছাগলছানা, উদ্ধার করে পুরনো চেহারায় ফেরালেন পশুপ্রেমীরা

ওয়েটুবরাক, ২৯ এপ্রিল: পশুপ্রেমের নজির গড়লেন করিমগঞ্জের পশুপ্রেমী একদল মানুষ৷ আজ বৃহস্পতিবার করিমগঞ্জ শহরের ব্রজেন্দ্র রোড হাউসিং কমপ্লেক্স-এর সামনে একটি ছাগলছানা বিটুমিনের ট্যাঙ্কিতে পড়ে যায়। তার পুরো শরীরে এমনভাবে বিটুমিন লাগে যে, সে নড়তে চড়তে পারছিল না৷ নাগাড়ে ম্যাঁম্যাঁ করে ডেকেই চলছিল৷ কার ছাগল, কোথা থেকে এল, সে সব জিজ্ঞাসা দূরে সরিয়ে  হাউসিং কমপ্লেক্সের পশুপ্রেমী বাসিন্দারা ছাগলটিকে উদ্ধার করে পশু হাসপাতালে নিয়ে যান৷ তাঁদের মধ্যে ছিলেন গোপাল আচার্য, মিটন রায়, বাবলা কর ও দীপক আচার্য। খবর পেয়ে হাসপাতালে উপস্থিত হন ‘হৃদয়’ ও ‘ফিড দ্য স্ট্রে’-র সদস্যরা। পরে মূলত তাঁরাই প্রায় ৩ ঘন্টার প্রচেষ্টায় ছাগলটির শরীর থেকে বিটুমিন সরাতে সফল হন।

Rananuj

পরে ছাগলের মালিক বিটুমিনের ট্যাঙ্কে পড়ার কথা জানতে পারেন৷ তিনিও পশু হাসপাতালে গিয়ে উপস্থিত হন৷ ততক্ষণে অবশ্য হৃদয় এবং ফিড দ্য স্ট্রের পক্ষে বৃন্দা দত্ত চৌধুরী, শাওনী চৌধুরী, রাইমা, শঙ্খদীপ, মধু-রা ছাগলটিকে প্রায় পুরনো চেহারায় নিয়ে আসেন৷

এই কাজে ‘রবীন হুড আর্মি, করিমগঞ্জে’র পক্ষ থেকে সুজন দেব রায়, সৌরভ পাল এবং অমিয়াংশু দাসও সাহায্যের হাত বাড়িয়ে দেন৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker