NE UpdatesHappeningsBreaking News
৪০০ শয্যার বিশাল কোভিড কেয়ার সেন্টার চালু ত্রিপুরায়400-bedded COVID care centre started in Tripura
৪ জুন : ত্রিপুরায় করোনা সংক্রমণের সংখ্যা ক্রমশ বাড়তে থাকায় পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসন নতুন কোভিড-১৯ কেয়ার সেন্টার চালু করেছে। এই সেন্টারটি রয়েছে হাপানিয়া এক্সিবিশন হলে। এতে একসঙ্গে ৪০০ শয্যা রাখার সুবিধা রয়েছে। বৃহস্পতিবার টুইট করে এই নতুন কোভিড কেয়ার সেন্টারের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তিনি জানান, রাজ্যের স্বাস্থ্য বিভাগের অধীনে ত্রিপুরা মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ এই সেন্টারটি দেখাশোনা করবে। ইতিমধ্যে ৫ জন কোভিড রোগীকে এই সেন্টারে স্থানান্তর করা হয়েছে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
জানা গেছে, এই কেয়ার সেন্টারে বর্তমানে ১৫০টি শয্যা রয়েছে। ত্রিপুরা মেডিক্যাল কলেজ হাসপাতালের এক আধিকারিক জানিয়েছেন, সরকারি নির্দেশ অনুসারেই এই সেন্টারটি গড়ে তোলা হয়েছে। এখানে ৪০০-৫০০ রোগীর ব্যবস্থা থাকলেও এখন ১৫০টি বেড রাখা হয়েছে। আগামীতে প্রয়োজন হলে বেডের সংখ্যা আরও বাড়ানো হবে। বর্তমানে ত্রিপুরায় ৬২২ জন করোনায় আক্রান্ত। এদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ১৭৩ জন।