Barak UpdatesHappeningsBreaking News
কাছাড়ে মনোনয়ন পত্র জমা ৪ জনের4 nominations submitted in Cachar on Tuesday
ওয়েটুবরাক, ৯ মার্চ: আজ মঙ্গলবার শিলচর, সোনাই ও ধলাই আসনে মনোনয়ন পত্র জমা দেন তিন এসইউসিআই প্রার্থী ক্রমে দুলালী চক্রবর্তী (গাঙ্গুলী) , অঞ্জনকুমার চন্দ ও গৌরচন্দ্র দাস। এ দিন কাছাড় জেলায় মোট চারজন মনোনয়ন পত্র জমা দেন৷ চতুর্থজন হলেন সোনাই বিধানসভা কেন্দ্রের নির্দল প্রার্থী সুকুমার সোনার৷
বেলা আড়াইটা নাগাদ শিলচর বিধানসভা আসনের প্রার্থী দুলালী গাঙ্গুলী উপায়ুক্ত কার্যালয়ের কনফারেন্স রুমে মনোনয়ন পত্র জমা দেন। একই সময়ে সোনাই আসনের প্রার্থী অঞ্জনকুমার চন্দ কাছাড় জেলা পরিষদের সিইও কার্যালয়ে ও গৌরচন্দ্র দাস অতিরিক্ত জেলাশাসক খালেদা সুলতানার কক্ষে মনোনয়ন জমা দেন।
মনোনয়ন জমা দেওয়ার পর এসইউসিআই নেতারা জানান, কংগ্রেস,এআইইউডিএফ, বিপিএফ, আঞ্চলিক গণ মোর্চা সহ তথাকথিত বামপন্থীরা যে জোট গঠন করেছে তার উদ্দেশ্য যে কোনও প্রকারে ক্ষমতা দখল করা। বিজেপি দলের চূড়ান্ত সাম্প্রদায়িক ও বিভাজনবাদী রাজনীতির বিরুদ্ধে বিরোধী জোটের অবস্থান কী, তা জনগণের কাছে অস্পষ্ট। কারণ বিরোধী দলে সামিল বহু দল নিজেরাই সাম্প্রদায়িক ও উপ্রাদেশিকতাবাদী শক্তির দোসর। তাই তারা বিজেপির সাম্প্রদায়িক ও কর্পোরেট পুঁজির স্বার্থ রক্ষাকারী অবস্থান এবং কংগ্রেস, এআইইউডিএফ সহ বামপন্থী দলগুলোর চূড়ান্ত সুবিধাবাদী রাজনীতিকে প্রতিহত করতে এসইউসিআই প্রার্থীদের জয়ী করতে আহ্বান জানান।