Barak UpdatesHappeningsBusiness

DC Cachar holds meeting with all Bank Managers
শিলচরে ব্যাঙ্ক কর্তাদের সঙ্গে বৈঠক করলেন জেলাশাসক

৩ ফেব্রুয়ারি : বিভিন্ন ব্যাঙ্কের কর্মকর্তাদের সঙ্গে সোমবার বৈঠক করলেন কাছাড়ের জেলাশাসক বর্নালি শর্মা। জেলাশাসকের কার্যালয়ের কনফারেন্স হলে আয়োজিত শর্মা সভায় পৌরোহিত্য করে তিনি সরকারি প্রকল্পগুলি বিশেষত চা বাগান সম্পর্কিত বিষয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে সব ব্যাঙ্কের বর্তমান অবস্থান সম্পর্কে অবহিত হন। সভায় লিড ডিস্ট্রিক্ট ম্যানেজার জানান, চা বাগানের সব শ্রমিকদের আওতায় এনে ইতিমধ্যে তাদের স্বতন্ত্র ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা হয়েছে।

জেলাশাসক তিনদিনের মধ্যে পাতিচরা, ডলুগ্রাম এবং ভুবন চা বাগানের প্রতিবেদন জমা দেওয়ার জন্য অনুরোধ করে সচেতনতামূলক প্রচারগুলি সম্পূর্ণ ডিজিটালাইজড ব্যবস্থায় পরিচালিত করার পরামর্শ দেন, যাতে অ্যাকাউন্টে ট্রান্সফারিংয়ে স্বচ্ছতা বজায় রাখা যায়। জেলাশাসক ২০১৯-এর জন্য এলডিএম দ্বারা ৪০:২৩ হিসেবে সিডি অনুপাত জমা দেওয়ার বিষয়ে অসন্তুষ্টি প্রকাশ করেন। তিনি অনুরোধ করেন, রাজ্য এবং জেলায় সিডি অনুপাতের পার্থক্য হ্রাস করা উচিত। জেলাশাসক শর্মা উচ্চ সিডি অনুপাত পর্যবেক্ষণ করে বন্ধন, ইন্ডাসইন্ড ব্যাঙ্ক এবং এইচডিএফসি ব্যাঙ্কের প্রশংসা করেন। তিনি যে কোনও প্রতারণার বিষয়ে তাদের যথাযথ দৃষ্টি দেওয়ার পরামর্শও দেন।

মাইক্রো ফিনান্স নিয়ে আলোচনার সময় তিনি পার্শ্ববর্তী হিতাধিকারীদের যথাযথ সমীক্ষা এবং তাদের মধ্যে সচেতনতা তৈরি করার পরামর্শ দেন। পাশাপাশি তিনি সকল ভাষাভাষীদের সঙ্গে আরও ভাল ও সহজ যোগাযোগের জন্য স্থানীয় বাংলা ভাষা আইইসি উপকরণগুলিতে ব্যবহার করার পরামর্শও দিয়েছেন। বাকিজাইএর টাকা পুনরুদ্ধারের ক্ষেত্রে সমস্ত ব্যাঙ্ককে অনুরূপ পৃথক বিভাগে জমা দেওয়ার জন্য অনুরোধ করা হয় এবং পুনরুদ্ধারের উন্নতি করতে ও জেলা প্রশাসনকে জানাতে বলা হয়। জেলাশাসক তাৎক্ষণিক নিরসনের জন্য বন্দুকের লাইসেন্স পুনর্নবীকরণ ইত্যাদি বিষয়ে স্ট্যাটাস জমা দেওয়ার আহ্বান জানান। এতে জেলা উন্নয়ন কমিশনার জেসিকা লালসিম, সহকারী পরিকল্পনা আধিকারিক সংগীতা গুপ্তও অংশ নেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker