NE UpdatesHappeningsBreaking News

রাজ্যে সুস্থ হয়ে উঠলেন আরও ৪ আক্রান্ত, করোনা মুক্ত মোট ৯
4 more COVID-19 patient discharged, total 9 persons cured in Assam

১৭ এপ্রিল : রাজ্যের আরও ৪ জন করোনা আক্রান্ত সুস্থ হয়ে ঊঠেছেন। শুক্রবার গোলাঘাট সিভিল হাসপাতাল থেকে এই ৪ জনকে ছেড়ে দেওয়া হয়েছে। এঁদের শরীরে বর্তমানে করোনা সংক্রমণ না থাকার জন্যই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। এ দিন বিকেলে ট্যুইট করে এই স্বস্তির খবর জানিয়েছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা।

Rananuj

মন্ত্রী ট্যুইটে জানান, শরীরে করোনা সংক্রমণ না থাকার জন্য বর্তমানে যে  ৪ জনকে হাসপাতাল থেকে ছাড়া হয়েছে, তাঁদের এখন হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে। সুস্থ হয়ে ওঠা এই ৪ জন হলেন, হায়দর আলি, ওয়াহিদা বেগম, ইয়াকুব আলি ও রুমা বেগম। মন্ত্রী জানান, পর পর চারটি টেস্টে নিগেটিভ আসার জন্যই এঁদের করোনা মুক্ত বলে ঘোষণা করা হয়েছে। এ দিন মন্ত্রীর সঙ্গে ছিলেন রাজ্যের অন্য দুই মন্ত্রী অতুল বরা ও পীযুষ হাজরিকাও।  উল্লেখ্য, এই ৪ জনকে নিয়ে রাজ্যের মোট সুস্থ হয়ে উঠেছেন ৯ জন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker