Barak UpdatesHappeningsBreaking News

তিন মহিলার ওয়েব পোর্টাল ! আনুষ্ঠানিক সংবর্ধনা জানাল রোটারি পিঙ্ক
Web portal of 3 women! Officially felicitated as ‘Digital Media Heroes’

ওয়েটুবরাক, ২ আগস্টঃ সঙ্গে একজন পুরুষ আছেন বটে, তবে বাকি তিনজনই মহিলা। পান্নালাল ভট্টাচার্যের সঙ্গে শিপ্রা সাহা, মৌমিতা গুপ্ত এবং রুবি পুরকায়স্থ। চারজন মিলে তিন বছরেরও বেশি সময় ধরে ‘ওয়েটুবরাক’-এর মতো একটি ওয়েবপোর্টাল সফল ভাবে চালিয়ে যাচ্ছেন, তা বিস্মিত করে রোটারি ক্লাব অব শিলচর পিঙ্ক-কে।

এই ক্লাবের সদস্যরা প্রত্যেকে মহিলা বলে তাঁরা বোঝেন, ঘরসংসার সামলে একটি প্রতিষ্ঠান সামলানো কতটা কঠিন! তাই আজ সোমবার এই মহিলা রোটারিয়ানরা শিলচরের ওয়েব পোর্টাল দুনিয়ায় বিশেষ স্থান করে নেওয়া টিম ‘ওয়েটুবরাক’-কে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা জানায়। শিপ্রা সাহা এবং মৌমিতা গুপ্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে স্মারক, শংসাপত্র এবং উপহারসামগ্রী গ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারি ক্লাবসমূহের অ্যাসিস্ট্যান্ট গভর্নর হরকিশোর চন্দ। প্রাক্তন অ্যাসিস্ট্যান্ট গভর্নর চিরঞ্জিত ঘোষ ছিলেন বিশেষ অতিথি।অতিথি হিসেবে ছিলেন রোটারি ক্লাব অব শিলচর সেন্ট্রালের সভাপতি লুৎফা আরা চৌধুরী। অতিথি-বক্তারা সকলেই রোটারি ক্লাব অব শিলচর পিঙ্কের কাজকর্মের ভূয়সী প্রশংসা করেন।

হরকিশোরবাবু এবং চিরঞ্জিতবাবু বলেন, রোটারির প্রায় সব কার্যকলাপেই এই ক্লাবের অংশগ্রহণ অত্যন্ত আশাব্যঞ্জক।  পৌরোহিত্য করেন পিঙ্ক সভাপতি জয়শ্রী কর। সম্পাদক চন্দনা পুরকায়স্থ ওয়েটুবরাক কর্ণধারদের সাধুবাদ জানিয়ে বলেন, বরাক উপত্যকার যারাই বাইরে রয়েছেন, তাঁরা নিজেদের খবর জানার জন্য ওয়েটুবরাক-ই ক্লিক করেন। জয়শ্রীদেবীর কথায়, সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে পাঠক-দর্শকদের জন্য সংবাদ আহরণ করেন। তাই কর্ণধারদের সঙ্গে গোটা টিম ওয়েটুবরাকই ধন্যবাদের যোগ্য। এই পোর্টাল করোনা-সঙ্কটের সময় বরাক উপত্যকার মানুষের সংবাদ-চাহিদা মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। আজও এরা তা করে চলেছে বলে কৃতজ্ঞতার সঙ্গে উল্লেখ করেন আগামী রোটারি-বর্ষের সভাপতি শমিতা দত্ত।

এ দিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডা. বিজয়লক্ষ্মী দাস চৌধুরী, শান্তা রায়, মণিকা পাল, পর্ণশ্রী ভট্টাচার্য প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker