Barak UpdatesHappenings

বারইগ্রাম রাধারমণ আশ্রমে অনলাইনে জীবন্ত দুর্গা সাজো প্রতিযোগিতা

ওয়েটুবরাক, ২২ সেপ্টেম্বর : শরতের কাশফুলের মধুর সুবাসে শিশির ভেজা দুর্বা ঘাসের ওপর ঝরে পড়া শিউলি কুড়ানোর সময়টাতে প্রত্যেক বাঙালি মাতৃবন্দনায় মিলিত হবেন। হাতে আর সময় নেই। মৃৎশিল্পীদের মধ্যে চরম ব্যস্ততা। চিন্ময়ী মায়ের মৃন্ময়ী রূপ দিতে গিয়ে রাতদিন এক করে চলছেন তারা। এরই মধ্যে এবার প্রথমবারের মত ‘জীবন্ত দুর্গা সাজো প্রতিযোগিতা’ আয়োজন করছে বারইগ্রাম রাধারমণ সেবা সমিতি। পিতৃপক্ষের শেষে মহালয়ার পুণ্যলগ্নে আগামী ৬ অক্টোবর থেকে ১২ অক্টোবর মহাসপ্তমী তিথি পর্যন্ত এই অনলাইন প্রতিযোগিতা বারইগ্রাম রাধারমণ আশ্রমের ফেসবুক পেজে অনুষ্ঠিত হবে। এই  প্রতিযোগিতায় যে কোনও দল বা সংগঠন অংশগ্রহণ করতে পারবে। শুধু দুর্গা প্রতিমা বা দুর্গা কাঠামো সেজে ছবি তুলে সেই ছবির সঙ্গে সংগঠনের নাম-ঠিকানা এবং প্রতিটি চরিত্র রূপায়ণে শিল্পীর নাম লিখে আগামী ৪ অক্টোবর থেকে ৫ অক্টোবর, রাত ১২ টার মধ্যে আয়োজক সেবা সমিতির ৭০০২৬৭৮৮৪৩ এই হোয়াটসঅ্যাপে পাঠাতে হবে। প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারী দলকে নগদ পুরস্কার প্রদান করা হবে৷ অংশগ্রহণকারী প্রত্যেককে একটি আকর্ষণীয় পুরস্কার সহ শংসাপত্র প্রদান করা হবে বলে আয়োজক সেবা সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে। আগামী ১৩ অক্টোবর মহাসপ্তমী তিথিতে বারইগ্রাম রাধারমণ আশ্রমের https://www.facebook.com/radharamanashram/ এই ফেসবুক পেজে ফলাফল প্রকাশ করা হবে৷

Rananuj

জীবন্ত দুর্গা সাজো প্রতিযোগিতার পাশাপাশি এবার রাধারমণ সেবা সমিতির পক্ষ থেকে পুজোর প্রতিদিন সন্ধ্যায় অন্যান্য  প্রতিযোগিতামূলক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। মহাসপ্তমী তিথিতে আলপনা অংকন, সংস্কৃতশ্লোক পাঠ প্রতিযোগিতা। মহাষ্টমী তিথিতে শঙ্খধ্বনি ও উলুধ্বনি প্রতিযোগিতা। মহানবমী তিথিতে রয়েছে আরতি ও ঢাক বাজানো প্রতিযোগিতা। এতে অংশগ্রহণে ইচ্ছুক প্ৰতিযোগীদের বারইগ্রাম রাধারমণ সেবা সমিতির সাংস্কৃতিক সম্পাদিকা মীনাক্ষী দাসের সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker