Barak UpdatesHappeningsBreaking News

মেস কর্মীকে মারধর, ৪ এনআইটি ছাত্র বহিষ্কার, ১২ জনকে জরিমানা

ওয়েটুবরাক, ২ সেপ্টেম্বর : মোবাইল চুরির সন্দেহে মেসকর্মীকে মারধরের ঘটনায় ১৬ ছাত্রের বিরুদ্ধে ব্যবস্থা নিল শিলচর এনআইটি৷ ৪ ছাত্রকে দুই সেমিস্টারের জন্য বহিষ্কার করা হয়েছে৷ ওই সময়ে তাঁরা ছাত্রাবাসেও থাকতে পারবেন না৷ বাকি ১২ জনকে ভর্ৎসনা করে ১০০০০ টাকা করে জরিমানা করা হয়েছে৷ মোবাইল চুরির অভিযোগে জুলাইর শেষ সপ্তাহে মেসকর্মীকে তুলে এনে মারধরের ভিডিয়ো ভাইরাল হলে টনক নড়ে এনআইটি কর্তৃপক্ষের৷ গঠন করা হয় চার সদস্যের তদন্ত কমিটি৷ এনআইটি রেজিস্ট্রার কেএল বৈষ্ণব জানান, এক মাস ধরে অনুসন্ধান-তদন্ত চালানোর পর ১৬ জনকে দোষী হিসেবে শনাক্ত করা হয়৷ এদের মধ্যে মারধরে সক্রিয় চারজনকেই বহিষ্কার করা হয়েছে৷ বাকিদের জরিমানা৷

Rananuj

দুই বেসরকারি রক্ষীর সামনে এই ঘটনা ঘটায় রক্ষীদের অবশ্য আগেই সরিয়ে দেওয়া হয়৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker