NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News

বীর টিকেন্দ্রজিতের শহিদত্ব বরণের দিনে অসমে সরকারি ছুটির দাবি জানালেন বরাকের পাঁচ বিজেপি বিধায়ক
5 MLA’s of Barak demands state holiday on the day of martyrdom of Bir Tikendrajit

ওয়েটুবরাক, ১২ আগস্টঃ স্বাধীনতা সংগ্রামী বীর টিকেন্দ্রজিতের শহিদত্ব বরণের দিনে অসমে সরকারি ছুটি ঘোষণার দাবি জানালেন বরাক উপত্যকার পাঁচজন বিজেপি বিধায়ক। কৌশিক রাই, দীপায়ন চক্রবর্তী, মিহিরকান্তি সোম, বিজয় মালাকার ও কৃষ্ণেন্দু পাল সম্মিলিতভাবে মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মাকে চিঠি লিখেছেন।

তাঁরা বলেন, ১৮৯১ সালের ১৩ আগস্ট বিকেল সাড়ে চারটায় ইম্ফলের পোলো গ্রাউন্ডে স্বাধীনতা যোদ্ধা টিকেন্দ্রজিতকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করে ব্রিটিশ সরকার। ব্রিটিশের হাত থেকে ভারতমাতাকে বাঁচাতে গিয়েই সেদিন প্রাণ বিসর্জন দিতে হয়েছিল তাঁকে। আসামের বিভিন্ন প্রান্তে টিকেন্দ্রজিতের শহিদত্ব বরণের দিন মর্যাদার সঙ্গে পালিত হয়। শুধু মণিপুরি সম্প্রদায় নয়, সমস্ত জনগোষ্ঠীর কাছে টিকেন্দ্রজিত সিংহ অত্যন্ত শ্রদ্ধাস্পদ। তাঁর প্রয়াণদিবসকে সরকারি ছুটির দিন হিসেবে ঘোষণার জন্য বহুদিন ধরে দাবি করা হচ্ছে।  এই গণদাবিকে বাস্তবায়িত করার জন্য মুখ্যমন্ত্রীর কাছে আর্জি জানান।

এই বছর অবশ্য তাঁদের আবেদনের কোনও প্রভাব টের পাওয়া যায়নি। অন্যান্য বছরের মতই আগামীকাল ১৩ আগস্ট আসামে রেস্ট্রিকটেড হোলি-ডেই থাকছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker