Barak UpdatesHappeningsBreaking News
‘বরাকসেরা’ বিনীতা সিএ হতে চায়3rd rank holder Binita Saha from Ramanuj wants to be a CA
২৫ জুনঃ বাণিজ্যে বরাক সেরা রামানুজ গুপ্ত জুনিয়র কলেজের বিনীতা সাহা। রাজ্যে তৃতীয়। বিজ্ঞান, কলায় কেউ মেধা তালিকায় স্থান করতে না পারায় বরাক উপত্যকার এ বারের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের মধ্যে বিনীতাই সর্বোতকৃষ্ট ফলাফল করেছে। এর পেছনে রয়েছে লক্ষ্যের প্রতি অবিচল থাকা, ঝুঁকি নেওয়ার ক্ষমতা এবং আত্মসচেতনতা। মাধ্যমিকে 89 শতাংশ নম্বর পেয়েছে। ওই নম্বরে সবাই বিজ্ঞান নিয়েই পড়ে। কিন্তু বিনীতা তখনই লক্ষ্য স্থির করে নেয়। বাণিজ্য বিভাগে পড়বে। ঝুঁকিটা কি নিয়েই নিল। মা-বাবার সাহচর্য বেশ সাহায্য করেছে। তাঁরা কখনও বিজ্ঞান নিয়ে পড়ার জন্য চাপ সৃষ্টি করেনি। বাবা আকাশবাণী কর্মী হিতাংশু সাহা বললেন, ‘সে বরাবরই পড়ার ব্যাপারে আগ্রহী। এত পড়ত যে, আমরা তাকে কিছু সময় বিশ্রাম নিতে বলতাম। তাই তার পছন্দের জায়গায় আমরা বাধা দেওয়ার কথা ভাবিইনি।’
বিনীতার কথায়, ‘মেধা তালিকায় স্থান পাওয়ার ব্যাপারে আশাবাদী ছিলাম। তাই বলে একেবারে তৃতীয়, এতটা ভাবিনি।’ সে জন্য সে সবচেয়ে কৃতিত্ব দিতে চায় শিক্ষক-শিক্ষিকাদের। বলল, তাঁরা আমার ভাল ফলাফলের জন্য অতিরিক্ত ক্লাশ নিয়েছেন। ফলে এমন শিক্ষক-শিক্ষিকারাই আমার আদর্শ।’ বিনীতা এখন গুরুচরণ কলেজে বিকম করবে। পরে সিএ পড়ার ইচ্ছে।
হিতাংশুবাবুর ঘরে অবশ্য পড়াশোনারই পরিবেশ। তাঁর বড় মেয়ে অঙ্কিতা গত বছর আসাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার শাখায় সেরা হয়েছে।